বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সেতু, পার হওয়ার সাহস নেই কারও

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

পৃথিবীর বিভিন্ন দেশে আছে ছোট-বড় নানা আকৃতির ব্রিজ। এর মধ্যে কিছু দেখতে খুবই সুন্দর, আবার কিছু আছে দেখলেই আপনি ভয়ে আঁতকে উঠবেন। সেসব ব্রিজ পার হওয়া আর জীবন বাজি রাখা একই বিষয়।

আর অ্যাডভেঞ্চারপ্রেমীরা এ ধরনের সেতু পার হওয়ার চ্যালেঞ্জ নেন। যারা বাঙ্গি জাম্প করতে পছন্দ করেন, প্লেন থেকে প্যারাস্যুট নিয়ে লাফিয়ে পড়তেও ভয় পান না তারা চাইলে ঘুরে আসতে পারেন পৃথিবীর বিপজ্জনক সেতু থেকে-

ট্রিফট ব্রিজ, সুইজারল্যান্ড

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুর মধ্যে ট্রিফট ব্রিজ অন্যতম। এই সেতুর উচ্চতা প্রায় ১০০ মিটার ও দৈর্ঘ্য ১৭০ মিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উচ্চতায় নির্মিত এই ব্রিজ থেকে হিমবাহকে খুব কাছ থেকে দেখতে পাবেন। এ

টি বিশ্বের দীর্ঘতম তারের ঝুলন্ত সেতুগুলোর মধ্যে একটি। অনেক পর্যটক প্রতিবছর এই পর্বত গিরিপথে যান সেতুটি পার হতে ও তারা ব্রিজ পার হওয়ার দুঃসাহসিক খেলায় লিপ্ত হন।

ক্যারিক-এ-রেড রোপ ব্রিজ, ইউকে

ক্যারিক-এ-রেড রোপ ব্রিজ উত্তর আয়ারল্যান্ডে নির্মিত একটি বিখ্যাত ঝুলন্ত সেতু। এই সেতু ২০ মিটার দীর্ঘ ও ৩০ মিটার উপরে। এই সেতু দেখতে সারা বিশ্ব থেকে লাখ লাখ পর্যটক ভিড় করেন।

সেতুটি ন্যাশনাল ট্রাস্ট দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। ২০০৯ সালে এই সেতু দেখতে আসা পর্যটকের সংখ্যা ছিল ২ লাখ ৪৭ হাজার। ২০১৬ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ লাখ ৪৪ হাজারে। আপনি বছরের যে কোনো সময় ফি ছাড়াই এই ব্রিজ পার হতে পারবেন।

হোসাইনি ঝুলন্ত ব্রিজ, পাকিস্তান

হোসাইনি ঝুলন্ত সেতুকেও বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতু হিসেবেও বিবেচনা করা হয়। এই সেতু পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে দুই হাজার ৬০০ মিটার উচ্চতায় অবস্থিত।

এই অসম্পূর্ণ সেতুটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুর অন্তর্ভুক্ত। হুনজা নদীর দুই পাড়ের গ্রামের বাসিন্দারা এই সেতু নির্মাণ করেছেন নিজ উদ্যোগে। সেতুটি দুই পাড়ের গ্রামের বাসিন্দাদের যোগাযোগের কাজ করে। এই ঝুলন্ত সেতু দুর্বলচিত্তের মানুষের জন্য মোটেই প্রযোজ্য নয়।

সিদু নদীর সেতু, চীন

ইস্পাত দিয়ে নির্মিত এই সেতু বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর খেতাব অর্জন করেছে। সেতুটি সাংহাইকে চংকিংয়ের সঙ্গে সংযুক্ত করেছে। জাপনলে অবাক হবেন, সেতুটি ৪৩ মিলিয়ন টনেরও বেশি ওজন তুলতে পারে।

নির্মাণে সাসপেনশন তারগুলো তৈরি করতে শ্রমিকদের একটি রকেট ব্যবহার করতে হয়েছিল। সেতুটি ১০০ মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত হয়েছে। এটি বিশ্বের সব ধরনের সেতুর মধ্যে সবচেয়ে শক্তিশালী।

ল্যাংকাউই স্কাই ব্রিজ, মালয়েশিয়া

২০০৪ সালে সমাপ্ত হয় ল্যাংকাউই স্কাই ব্রিজ। এটি বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু। এটি ১২৫ মিটার বাঁকানো কেবল-স্টেয়েড ব্রিজ, যা ৬৬০ মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে।

এই সেতুতে পৌঁছাতে একটি ক্যাবল কার নিতে হবে, যেখানে স্কাইগ্লাইড নামের একটি লিফট পর্যটকদের সেতুতে নিয়ে যায়। যদিও সেতুটি অতীতে বেশ কয়েকবার রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করা হয়েছিল। তবে এটি এখন স্থানীয়দের জন্য উন্মুক্ত।

রয়্যাল জর্জ ব্রিজ, ইউএসএ

সেতুটি আরকানসাস নদীর উপর ৯৫৫ ফুট উচ্চতায় অবস্থিত। এটি ১৯২৯ সালে নির্মিত মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ঝুলন্ত সেতু। পর্যটকদের জন্য খুবই বিপজ্জনক এই ব্রিজ। পার হওয়ার জন্য এই সেতুতে উঠে নিচের দিকে তাকালেই বিপদ।

ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ, কানাডা

ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ কানাডায় ১৮৮৯ সালে নির্মিত হয়। সেতুটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুগুলোর মধ্যে একটি।

নদী পার হওয়ার জন্য এই ব্রিজ নির্মিত হয়েছিল। ক্যাপিলানো সাসপেনশন ব্রিজটি ৪৬০ ফুট লম্বা ও এর উচ্চতা ২৩০ ফুট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com