শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

পিএইচডি করুন নিউজিল্যান্ডে

  • আপডেট সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

বিদেশে উচ্চশিক্ষায় আমেরিকা,কানাডা, অস্ট্রেলিয়া,ইংল্যান্ড ও ইউরোপের পাশাপাশি নিউজিল্যান্ডের প্রতিও আগ্রহ আছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের। এর অন্যতম একটি কারণ হচ্ছে  নিউজিল্যান্ড সরকার এবং নিউজিল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেখানে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের নানা ধরনের স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে। এর অন্যতম একটি মানাকি স্কলারশিপ।

এই স্কলারশিপের আওতায় প্রদত্ত সুযোগ-সুবিধার মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত মানের স্কলারে পরিণত করার একটা প্রচেষ্টা থাকে। তাই এ স্কলারশিপের সুযোগ-সুবিধাও তুলনামূলক বেশি। মোট চারটি ক্যাটাগরিতে এ স্কলারশিপ দেওয়া হয়। তবে বাংলাদেশি শিক্ষার্থীরা ২০২৪ সালে শুধু পিএইচডির জন্য এ স্কলারশিপ পেতে পারেন। আবেদনের শেষ সময় ২৯ ফেব্রুয়ারি ২০২৪।

যেসকল বিষয়ে অধ্যায়নের সুযোগ দেওয়া হবেঃ- 
এখানে কৃষি ও কৃষিবিষয়ক ব্যবসা, ফার্ম ম্যানেজমেন্ট, ফুড টেকনোলজি, হর্টিকালচার, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এনার্জি ইঞ্জিনিয়ারিং, গুড গভর্নেন্স, পরিসংখ্যান, আন্তর্জাতিক নিরাপত্তা, পিস অ্যান্ড কনফ্লিক্টসহ আরও অনেক বিষয়ে গবেষণা ও উচ্চতর অধ্যায়ন করা যাবে।

বিষয়ের পূর্ণাঙ্গ তালিকা দেখতে ক্লিক করুন

 

সুযোগ-সুবিধাসমূহঃ- 
* সম্পূর্ণ টিউশন ফি ।
* সাপ্তাহিক ৫৩১ নিউজিল্যান্ড ডলার জীবনযাপন ব্যয়।
* এস্টাবলিশমেন্ট ভাতা বাবদ ৩ হাজার নিউজিল্যান্ড ডলার।
* নিউজিল্যান্ডে মেডিকেল ইনস্যুরেন্স।
* দরকারি ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার নিউজিল্যান্ড ডলার টিউটরিং খরচ দেবে।
* নিজ দেশ থেকে নিউজিল্যান্ডে যাওয়া–আসার খরচ।
* ভ্রমণ ভাতা।
* নিজ দেশে ফিরে যাওয়ার পর ১ হাজার নিউজিল্যান্ড ডলার রিইন্টিগ্রেশন ভাতা।

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com