শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
Uncategorized

‘পাল্টে যাচ্ছে বিশ্বের এভিয়েশন ও পর্যটন শিল্পের ধরন’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে বদলে যাচ্ছে বিশ্বের এভিয়েশন ও পর্যটনের ধরন। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ইন্টারনেট অব থিংস, ভার্চুয়্যাল রিয়েলিটি, থ্রিডি প্রিন্টিং ও অন্যান্য প্রযুক্তি এই দুই শিল্পের বিকাশে দারুণভাবে সহায়কের ভূমিকা পালন করছে।’

গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে পর্যটকদের ধরন-ধারণে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। প্রযুক্তির কল্যাণে সারাবিশ্ব এখন তাদের হাতের মুঠোয়। তারা মোবাইল ফোনে কিংবা কম্পিউটারে ভ্রমণ বিষয়ক অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে পর্যটন গন্তব্য, আকর্ষণীয় স্থান, হোটেলের মান ও ভ্রমণ আয়োজক প্রতিষ্ঠানের নির্ভরযোগ্যতাসহ সবকিছু জেনে নিতে পারছেন।
একইসঙ্গে বিভিন্ন প্যাকেজ পছন্দ করে বুকিং দিয়ে সেবার মূল্যায়ন করার সুযোগ পাচ্ছেন। এয়ারলাইনসের টিকিট এখন ঘরে বসেই কেনা যাচ্ছে। অনলাইনে বোর্ডিং সম্পন্ন করতে পারছেন যাত্রীরা। আকাশপথ ও বিমানবন্দর ব্যবস্থাপনায়ও প্রযুক্তিগত নানান পরিবর্তন আসছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com