শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৪১ অপরাহ্ন
Uncategorized

পাবজি খেলতে খেলতে তরুণের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

ওই তরুণ সারাদিন বাড়িতেই থাকত, অনলাইনে ক্লাস করত আর মোবাইল ফোনে গেমস খেলত

ভারতের মধ্যপ্রদেশের দেবাস জেলায় ১৯ বছর বয়সী এক তরুণ মোবাইল ফোনে পাবজি গেমস খেলতে খেলতে উঁচু থেকে পড়ে গিয়ে মারা গেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তার মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দীপক রাঠোর নামের ওই তরুণ একাদশ শ্রেণির ছাত্র ছিলেন এবং তার পায়ে জন্মগত কিছু ত্রুটি ছিল।

স্থানীয় পুলিশের ইনচার্জ অনিল শর্মা পিটিআই-কে জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানায়, দীপক সাধারণত বাড়িতেই থাকত, অনলাইনে ক্লাস করত আর মোবাইল ফোনে গেমস খেলত।

পুলিশ জানিয়েছে, সে তার মোবাইল ফোনে গেম খেলেই সময় কাটাত।

পিটিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়, মরদেহের ভিসেরা নমুনা পরীক্ষার জন্য ভোপালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

উল্লেখ্য, ভারতে গত বছর প্লেয়ার আননোন ব্যাটল গ্রাউন্ডস বা পাবজি মোবাইল নিষিদ্ধ করা হয়েছিল তবুও গেমটির অন্যান্য সংস্করণ দেশটির মোবাইল ব্যবহারকারীরা এখনও খেলতে পারছেন।

বর্তমান বিশ্বে পাবজি এবং অন্যান্য গেমের প্রতি শিশু এবং তরুণদের আসক্তি অভিভাবকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

নরেশ কুমার নামে ভারতের একজন বিচারক গত ২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো নিষিদ্ধ করার জন্য বলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

Like Us On Facebook

Facebook Pagelike Widget
© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com