বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
Uncategorized

পাথর পাহাড়ের অন্তরালে শীষ পার্ক!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশের খোর ফাক্কান এলাকা যেন পাথর পাহাড়ের রাজ্য। রাস্তার ডানে-বাঁয়ে বড় বড় পাথরের পাহাড়। আর এ রাজ্যেই গড়ে তোলা হয়েছে হয়েছে শীষ পার্ক।

jagonews24

খেলাধুলার সুযোগ-সু্বিধা থাকায় বিকেল বেলায় স্থানীয় বাসিন্দাসহ পর্যটকদের শিশু সন্তাদের নিয়ে যান সেখানে।
অর্ধশত শেডযুক্ত বসার আসন এবং একটি বহিরঙ্গন থিয়েটার রয়েছে যেখানে শতাধিক লোক পাশাপাশি বারবিকিউের আয়োজন করেন সন্ধ্যায়।

jagonews24

jagonews24

পার্কটিতে পাথর দিয়ে প্রায় ৫শ মিটার দীর্ঘ বেশ কয়েকটি রাস্তা তৈরি করা হয়ে এবং তা ঘিরে রয়েছে তাল গাছ, স্থানীয় গাছপালা। যা পর্যটকদের দৃষ্টি কাড়ে। দূর থেকে আসা পর্যটকদের সুবিধার জন্য পার্ক এরিয়ায় প্রায় আড়াই শতাধিক গাড়ি পার্কের ব্যবস্থা রয়েছে।

শীষ পার্কে আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে যখন আপনি এগিয়ে চলবেন মনে হবে পাথরের পাহাড়ে আপনি। পুরো এলাকা যেন এক পাথর পাহাড়ের রাজ্য।

jagonews24

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের প্রায় দেড় শতাংশ ভূ-ভাগজুড়ে হাজার পর্বতশ্রেণির পাদদেশে এ অঙ্গরাজ্যটির অবস্থান। যার আয়তন ৪৫০ বর্গমাইল। একটা সময় এই ভূ-ভাগ ছিল প্রতিবেশি সালতানাত অব ওমানের অংশ।

jagonews24

মূলত আবুধাবির ফেডারেল সরকারের অর্থে রাজ্যটির উন্নয়ন বাজেট চললেও ফুজিইরাহ মুক্ত বাণিজ্যের এলাকা। যেখানে পাথর ভাঙা কারখানা, সিমেন্ট, খণিজ সম্পদ আহরণ, পর্যটন নির্মাণ শিল্প ও কৃষি অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com