শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

পাতাল রেলের চমক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

পাতাল রেলে ভ্রমণ বেশ আরামদায়ক। তবে কখনো কখনো পাতাল রেলও দেখার জায়গা হয় উঠতে পারে। তেমনই কিছু পাতাল রেল নিয়ে আজকের আয়োজন।

স্পেনের নেপলসের রেলস্টেশন টলেডোকে বলা হয় আর্ট স্টেশন। ২০১২ সালে এই স্টেশনটি উন্মুক্ত করা হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩০ ফুট গভীরে অবস্থিত এই স্টেশন। ভূগর্ভ থেকে এস্কেলেটরটি ভূপৃষ্ঠের যেখানে শেষ হয়েছে, তার ঠিক ওপরের ছাদে বেগুনি-নীলরঙা মোজাইকে তৈরি চক্রাকার একটি অপূর্ব নকশা আছে। পুরো বিষয়টি এক পরিকল্পিত শিল্পকর্ম। এ অদ্ভুত শিল্পকর্মটি দেখতে যেতে পারেন স্পেন।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে আছে আরেকটি সুন্দর মেট্রো স্টেশন। নাম জোলোটি ভোরোটা। স্টেশনটি ভূগর্ভের ৯৬ দশমিক ৫ মিটার গভীরে অবস্থিত। স্টেশনটি সাজানো হয়েছে প্রচুর ঝাড়বাতি দিয়ে। একটি পাহাড়ের ধারে অবস্থিত এ স্টেশনে ঢোকার দরজা।

উজবেকিস্তান লাইনের তাসখন্দ মেট্রোর একটি স্টেশন আলিশার নাভয়ি। এটি পৃথিবীর অন্যতম সুন্দর মেট্রো স্টেশন। ভূগর্ভস্থ এ মেট্রো স্টেশনের একটি বর্ধিত অংশ আছে ভূপৃষ্ঠে। রাধুসেট মেট্রো স্টেশন সুইডেনের স্টকহোমে অবস্থিত। এই পাতাল রেলটি সাই-ফাই মুভি সেটের মতো। একে উজ্জ্বল রঙের জ্যাগড পাথর ও টাইলস দিয়ে ব্যতিক্রমী রূপ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com