রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

পলিসি লিডার ফেলোশিপ ইতালিতে, যাতায়াতসহ মাসে দেবে ৩ লাখ ১৪ হাজার টাকা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ইতালির ইউরোপীয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট (ইইউআই) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পাঁচ বা দশ মাসের ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ প্রদান করছে। ‘পলিসি লিডার ফেলোশিপ’-এর আওতায় নির্বাচিত প্রার্থীরা পালাজো বুওন্টালেন্টি-ফ্লোরেন্স, ইতালিতে অনুষ্ঠিতব্য এই ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জানুয়ারি ২০২৫।

সুযোগ-সুবিধা—

*মৌলিক অনুদান হিসেবে প্রতি মাসে € ২,৫০০ (বাংলাদেশি টাকায় প্রায় ৩ লক্ষ ১৪ হাজার ৩৭৫ টাকা) প্রদান করবে;

*স্বাস্থ্যবীমা প্রদান করবে;

*পারিবারিক ভাতা প্রদান করবে;

*আসা-যাওয়ার বিমান খরচ প্রদান করবে;

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*সব জাতীয়তার শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

*সিভিল সার্ভিস, মিডিয়া, রাজনীতি ও বেসরকারি সংস্থায় ক্যারিয়ার শুরু করতে আগ্রহী প্রার্থী;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে (টোফেল/আইইএলটিএস/টোইক/সিএই/বিইসি);

দরকারি কাগজপত্র—

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি: সর্বোচ্চ ৩ পৃষ্ঠা);

*সংক্ষিপ্ত জীবনী (সর্বোচ্চ ২৫০ শব্দ);

*মোটিভেশন লেটার (সর্বোচ্চ ১,০০০ শব্দ);

*দুইটি রেফারেন্স লেটার;

*কাজের পরিকল্পনা (সর্বোচ্চ ২৫০০ শব্দ);

*সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার প্রশংসাপত্রের অনুলিপি;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ জানুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক  করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com