চলতি মাস থেকে ৯৩টি দেশের পর্যটকদের ভিসা ছাড়াই ২ মাস থাকার অনুমতি দিচ্ছে থাইল্যান্ড। এ মাস থেকেই এ নিয়ম চালু হচ্ছে দেশটিতে। পর্যটকদের আকর্ষণ করতেই এমন পদক্ষেপ নিয়েছে থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ। দেশটি এ বছর ৩৬ মিলিয়ন পর্যটকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ ছাড়া গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত থাইল্যান্ডে ১৪ মিলিয়নের বেশি পর্যটক ভ্রমণ করেছে।
এশিয়ার দেশগুলোর মধ্যে জর্ডান ও শ্রীলঙ্কাকে নতুন করে এ সুবিধা দেওয়া হয়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে আছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, তুর্কি, ব্রুনেই, হংকং, ভিয়েতনাম, জাপান, ভারত, কাজাখস্তান, উজবেকিস্তান, তাইওয়ান, ভুটান, সাইপ্রাস, জর্ডান, শ্রীলঙ্কা, চীন, লাওস, ম্যাকাউ, মঙ্গোলিয়া ও কম্বোডিয়া।
থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে পর্যটকদের বড় অংশ আসে চীন থেকে। দেশটিতে চীনা পর্যটকের সংখ্যা প্রায় ১০ মিলিয়ন। এরপর আছে মালয়েশিয়া, রাশিয়া ও ভারত। থাই সরকার ভিসা নীতিতে ব্যাপক পরিবর্তন আনার কারণে দেশটিতে পর্যটকদের ঢল নামে। গত মার্চে চীনা নাগরিকদের জন্য স্থায়ীভাবে ভিসা বন্ধ করেছে থাইল্যান্ড। এ ছাড়া রাশিয়া, ভারত ও তাইওয়ানের জন্য একই নীতি রেখেছে তারা। অন্যদিকে একই সময়ে থাইল্যান্ডের পাশের দেশ ভিয়েতনামে পর্যটকের সংখ্যা ছিল এর অর্ধেক। এ বছরের জানুয়ারি থেকে মে মাসে ৭ দশমিক ৬ মিলিয়ন বিদেশি পর্যটক গিয়েছিল ভিয়েতনামে।