শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
Uncategorized

পর্যটকের পদচারণায় আবারও রঙিন হচ্ছে ফ্রান্স

  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১

ফ্রান্সে করোনাভাইরাস শনাক্তের হার কম ও বিধিনিষেধ শিথিল হওয়ায় পর্যটকদের পদচারণায় আবারও রঙিন হচ্ছে ফ্রান্স।ফ্রান্স ট্যুরিজম অফিস সূত্রে জানা গেছে, ২০২০ সালে প্যারিসের বিভিন্ন দর্শনীয় স্থানে ১ কোটি পর্যটক ভ্রমণ করেছিলেন। করোনার কারণে ২০১৯ সালে যা নেমে আসে মাত্র ২০ লাখে। তবে সংশ্লিষ্টরা আশা করছেন এবারের পর্যটন মৌসুমে পর্যটক আগমন আরও বাড়বে।

আইফেল টাওয়ার, ল্যুভ মিউজিয়ামসহ প্যারিসের অন্যান্য দর্শনীয় স্থানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। বার, রেস্টুরেন্ট ও দর্শনীয় স্থানে পর্যটকের উপস্থিতিতে ফের আগের মতো প্রাণচাঞ্চল্য ফিরবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার।

বেলজিয়াম থেকে আগত এক পর্যটক বলেন, ‘আমি বেলজিয়ামে বসবাস করি, আজ আমার পরিবারের সদস্যদের নিয়ে আইফেল টাওয়ার দেখতে এসেছি। দীর্ঘদিন পর মুক্ত বাতাস নিতে পেরে খুবই ভালো লাগছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com