শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন

পর্তুগালের লিসবন পার্কে ৫ লাখ মানুষ সমবেত

  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩

পর্তুগালে পহেলা আগস্ট শুরু হয়েছে বিশ্ব যুব দিবস। ২০২৩ সালের এই দিবসকে কেন্দ্র করে রাজধানী লিসবনের সপ্তম এডোয়ার্ডো পার্কে তৃতীয় দিন ৩ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠানে সমবেত হয়েছেন পাঁচ লাখ অংশগ্রহণকারী।

ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লিসবনের মেয়র এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

পোপ যুবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি সকলের প্রতি ভালবাসা ছড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানান। তাছাড়া যুবকদেরকে ভয় দূর করে নতুন স্বপ্ন তৈরি করতে বলেন এ ধর্মীয় নেতা।

বিশ্বের প্রায় সব দেশ থেকেই অংশগ্রহণকারীরা এখানে হাজির হন। শুধু যে খ্রিষ্টান ধর্ম অনুসারীরা তা নয় অন্যান্য ধর্মের অনুসারীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী এক বাংলাদেশি বলেন, এখানে অংশগ্রহণ করতে পেরে অন্যরকমের অনুভূতি মনে হচ্ছে। কেননা ইতোপূর্বে এত দেশের মানুষের সঙ্গে কখনো একসঙ্গে দেখা হয়নি। এ এক অন্যরকম অনুভূতি।

প্রসঙ্গত, আগামী ৬ই আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক এই সম্মেলনটি পর্তুগালের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। সেখানে শেষ দিন পর্যন্ত ১ দশমিক ৫ মিলিয়নেরও বেশি অংশগ্রহণকারী অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com