শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:১২ অপরাহ্ন
Uncategorized

নেদারল্যান্ডসে উচ্চ শিক্ষা

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

অরেঞ্জ নলেজ প্রোগ্রাম হলো একটি ডাচ গ্লোবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। যা ৫৩টি উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য আহ্বান করা হয়। এই স্কলারশিপটি পরিচালনা করা হয় একটি অলাভজনক ডাচ প্রতিষ্ঠান এনইউএফএফআইসির (NUFFIC) মাধ্যমে।

মূলত শিক্ষাকে আন্তর্জাতিকীকরণের জন্য তারা এই স্কলারশিপ প্রদান করে থাকে। ২০১৭ সাল থেকে স্কলারশিপটি চালু হয়। প্রতিষ্ঠানটি লক্ষ্য হচ্ছে ২০২২ সালের মধ্যে কয়েক হাজার মানুষকে শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ে দেও

এছাড়াও স্কলারশিপ দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের সক্ষমতা ও গুণগত মান বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। তবে সবচেয়ে সুখবর এই যে, বাংলাদেশী শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

আগস্ট-অক্টোবরে শুরু হওয়া মাস্টার্স প্রোগ্রামের জন্য শিক্ষার্থী আহ্বান করা হয়েছে

যদি আপনি অরেঞ্জ নলেজ প্রোগ্রাম স্কলারশিপের জন্য নির্বাচিত হন, তাহলে আপনাকে নিম্নোক্ত কাগজপত্রগুলো আপলোড করতে হবে-

  • অস্থায়ী ভর্তি পত্র।
  • বৈধ পাসপোর্টের কপি। যার মেয়াদ থাকতে হবে।
  • বর্তমান প্রতিষ্ঠানের কর্মকর্তার নিকট থেকে বিবৃতি পত্র।
  • একটি সরকারি বিবৃতি পত্র।

আপনি যদি অরেঞ্জ নলেজ প্রোগ্রাম স্কলারশিপের জন্য নির্বাচিত হতে চান, তবে আপনাকে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারির পূর্বেই আইএসই ডেলফটের মাধ্যমে একাডেমিক ভর্তির জন্য আপনার আবেদনপত্র জমা দিতে হবে।

ওকেপি স্কলারশিপের কোর্স সমুহ

  • শর্ট কোর্স (কোর্সের মেয়াদকাল ২ সপ্তাহ থেকে ১২ মাস পর্যন্ত)
  • মাস্টার্স প্রোগ্রাম (সাধারণত ১২ মাস থেকে ২৪ মাস মেয়াদী)

সাধারণত অনেকগুলো কোর্স রয়েছে ওকেপি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার জন্য। তবে আপনি কোন কোর্সের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে চান, সেই কোর্সগুলো খুঁজে পেতে আপনাকে ওয়েব সাইটের সাহায্য নিতে হবে।

যে কোর্সগুলোতে ওকে পি ইয়েস (OKP-Yes) দেওয়া থাকবে শুধুমাত্র সেই বিষয়গুলোর জন্য আপনি ওকেপি স্কলারশিপ পেতে পারেন।

ওকেপি স্কলারশিপের সুবিধাসমূহ

কোর্স চলাকালীন সময়ে ওকেপি শিক্ষার্থীর সমস্ত খরচ বহন করবে। যেমন শিক্ষার্থীর বাসস্থান খরচ, বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, ভিসার খরচ, ভ্রমণ খরচ, স্বাস্থ্য বীমাসহ আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকবে।

আবেদনের যোগ্যতা

  • স্কলারশিপের জন্য আবেদনকারী প্রার্থীকে নিম্নলিখিত কাজগুলোতে কর্মরত থাকতে হবে। সরকারি অথবা দেশীয় বেসরকারী প্রতিষ্ঠান, মাধ্যমিক অথবা উচ্চতর বৃত্তিমূলক বা একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, বেসরকারি ক্ষেত্র, কমিশন বা এনজিও।
  • যে প্রতিষ্ঠানগুলোতে কর্মরত থাকা যাবেনা। যেমন, দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সংস্থা। বেসরকারি আন্তর্জাতিক সংস্থা, যারা মূলত সামাজিক উন্নয়নমূলক কাজ, প্রকৃতি এবং পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্য বা মানবাধিকার নিয়ে কাজ করে থাকে। ‌
  • প্রার্থীর অভিজ্ঞতা মূল্যায়ন করা হবে। যেসকল প্রার্থীর সাধারণত স্থানীয় বিকাশের সাথে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোতে কাজ করার কয়েক বছরের অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
  • স্কলারশিপের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই (OKP) তালিকাভুক্ত দেশের নাগরিক হতে হবে।
  • আবেদনকারীর বৈধ পরিচয় পত্র থাকতে হবে.
  • প্রার্থীকে অবশ্যই স্কলারশিপের আবেদন করার পূর্বে আইএইচই ডেলফটের  সাহায্য নিয়ে একাডেমিকভাবে ভর্তি হতে হবে। এরপর স্কলারশিপের আবেদনে উল্লেখ করতে হবে, তিনি যে কোর্সে ভর্তি হয়েছেন, সেই কোর্সের খরচের জন্য তিনি ওকেপি স্কলারশিপ চান।
  • আবেদনের সাথে একটি সরকারি বিবৃতি পত্র প্রদান করতে হবে।
  • আবেদনকারীকে নির্দিষ্ট পরিমাণ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে।
  • আবেদনকারী বর্তমানে যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে, উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তার নিকট থেকে একটি বিবৃতি পত্র প্রদান করতে হবে। যেখানে উল্লেখ থাকবে যে, তারা আবেদনকারীকে ওকেপি স্কলারশিপে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য সুপারিশ করছে এবং কোর্স চলাকালীন সময়ে উক্ত প্রার্থীকে তারা বেতন প্রদান করে যাবে। এমনকি কোর্স শেষে উক্ত প্রার্থীকে পুনরায় তাদের প্রতিষ্ঠানের কাজে বহাল করবে।

কোর্স সম্পর্কিত নিয়মাবলী

  • প্রার্থীকে এমন একটি কোর্সে ভর্তি হতে হবে। যে কোর্সটি প্রার্থীর নিজ দেশের উন্নয়নের সাথে সম্পর্কিত।
  • স্টাডি ফাইন্ডার ওয়েবসাইট থেকে প্রার্থীকে তার পছন্দের কোর্সটি বেছে নিতে হবে এবং উক্ত কোর্সের পাশে ওকেপি কোয়ালিফাইড ইয়েস (OKP-qualified ‘yes’) লেখা থাকতে হবে। তাহলেই কেবল প্রার্থী ঐ কোর্সের জন্য ওকেপি স্কলারশিপ সুবিধা পাবে।
  • স্কলারশিপের জন্য আবেদনকারী যে কোর্সের জন্য আবেদন করেছে। কোর্সটি অবশ্যই ইংরেজি, ফরাসি অথবা স্প্যানিশ ভাষায় হতে হবে।
  • প্রার্থী যে কোর্সে ভর্তি হবে। কোর্সটি অবশ্যই মাস্টার্স অথবা একটি শর্টকোর্স হতে হবে।
  • প্রার্থী যদি একই সময়ে দুটি কোর্সের স্কলারশিপের জন্য আবেদন করে, তাহলে প্রথমটি গ্রহণ করা হবে এবং দ্বিতীয়টি বাতিল করে দেওয়া হবে।

আবেদন করার পদ্ধতি

আপনার সকল কাগজপত্র আইএসই ডেলফটের নিকট গ্রহণযোগ্য হওয়ার পর, নিম্নোক্ত পদ্ধতিতে প্রার্থী বাছাই করা হবে।

  • প্রার্থীর কাগজপত্র যদি আবেদনের জন্য নির্বাচিত হয়, সেক্ষেত্রে ডাচ প্রতিষ্ঠানটি এনইউএফএফআইসি (NUFFIC) বরাবর প্রার্থীর জন্য একটি সুপারিশ করবে।
  • প্রার্থীর আবেদনের কাগজপত্রগুলো প্রার্থীর দেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাস পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে কোনো প্রকার অসঙ্গতি রয়েছে কিনা।
  • কেবলমাত্র যোগ্য আবেদনকারীরাই ভর্তির জন্য নির্বাচিত হবে। যোগ্যতার মানদণ্ড পূরণ করতে না পারলে, সেই আবেদনগুলো বাতিল বলে গণ্য হবে।
  • কাগজপত্র বাছাইয়ের পরবর্তী ধাপে আবেদনকারীর সংখ্যা এবং সেশন অনুযায়ী ছাত্র ভর্তির সংখ্যার উপর ভিত্তি করে উপযুক্ত প্রার্থীদের ভর্তির জন্য নির্বাচিত করা হবে।
  • যে সকল প্রার্থীরা মনোনীত হবে, তাদেরকে পরবর্তীতে আইএইচই ডেলফটের (IHE Delft Institute for Water Education) মাধ্যমে ফলাফল সম্পর্কে অবহিত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com