1. [email protected] : চলো যাই : cholojaai.net
নেটমাধ্যমে জনপ্রিয় মুখের এই শিশুটি কে?
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
Uncategorized

নেটমাধ্যমে জনপ্রিয় মুখের এই শিশুটি কে?

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর মুহূর্তেই সব মানুষের কাছে পৌঁছানোর একমাত্র মাধ্যম হলো সামাজিক যোগাযোগমাধ্যম। এই মাধ্যমে কোনো কিছু ভাইরাল হলেই সেটা নেটিজেনদের কাছে পরিচিত হয়ে যায়। এর এমনই একটি পরিচিত মুখ হলো অনাহিতা হাশেমজাদেহ।

নীল চোখের এই শিশুর ছবি-ভিডিও নেটমাধ্যমে দেওয়া মাত্রই তা ভাইরাল হয়ে যায়। কে এই খুদে শিশু? কীভাবে সে ভিডিও করে? এবং তা এত জনপ্রিয়ই বা হয়ে ওঠে কেন? এমন প্রশ্ন অনেকের মনেই জাগে। চলুন জেনে নেওয়া যাক তার সম্পর্কে কিছু কথা। অনাহিতার জন্ম ২০১৬ সালের ১০ জানুয়ারি। ইরানের নাগরিক অনাহিতা। তার পরিবার মধ্য ইরানের বাসিন্দা। ইরানের শহর ইস্পাহানে বেড়ে উঠেছে অনাহিতা।

অনাহিতার বয়স পাঁচ বছর। তিন বছর বয়স থেকেই নেটমাধ্যমের পরিচিত মুখ হয়ে ওঠে সে। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা এক লাখ ৭৯ হাজার। এখনও পর্যন্ত অন্তত ৮৭৬টি ছবি-ভিডিও পোস্ট করেছে সে।

অনাহিতার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি জানা যায়নি। ইনস্টাগ্রামে তার মা-বাবার ছবিও খুব বেশি নেই। তবে তার ইনস্টা-অ্যাকাউন্ট পুরোটাই দেখাশুনা করেন তার মা।

২০১৮ সালের জুন মাসে অনাহিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়। তার পর থেকেই ধীরে ধীরে জনপ্রিয়তার শিখরে যেতে থাকে। অনাহিতার ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা যখন ৭০ হাজার, তখন তার ইনস্টা-অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।

এরপর সেই অ্যাকাউন্ট সম্পূর্ণ বাদ দিয়ে অনাহিতার মা আবারও তার নামে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করেন। অনাহিতার যে সমস্ত ছবি নেটমাধ্যমে পোস্ট করা হয় তা সবই পেশাদার চিত্রগ্রাহকেরা তুলে থাকেন।

ইনস্টাগ্রামে অনাহিতার পরিচয় ‘বেবি মডেল’। বিভিন্ন ধরনের পোশাক পরে, বিভিন্ন গানের সঙ্গে নেচে জনপ্রিয় অনাহিতা। তার মিষ্টতা মন ভরিয়ে দেয় তার ফলোয়ারদের।

নীল চোখ, বাদামি চুল আর গালে টোল। অনাহিতাকে অনেকেই বলিউডের প্রীতি জিন্তার সঙ্গে তুলনা করে থাকেন। তার অনেক ফলোয়াররা মনে করেন প্রীতি জিন্তাও নাকি ছোটবেলায় অনাহিতার মতো দেখতে ছিল।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com