শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

নিরিবিলি অসাধারণ পরিবেশ মন কাড়বেই

  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০২৩

পুরী বেড়ানো এবার আরও বেশি আকর্ষণীয় হবেই হবে। পুরীর আনাচ-কানাচ বাঙালির চেনা। বাঙালির দ্বিতীয় বাড়ি পুরী বললেও ভুল হবে না। তবে এই পুরীতেই রয়েছে চোখ জুড়িয়ে দেওয়া প্রাণ ভরিয়ে দেওয়ার মতো আরও একটি জায়গা। পুরী থেকে মাত্র সাত কিলোমিটার দূরেই রয়েছে এই জায়গাটি। অপূর্ব এই প্রান্ত পুরীর নয়া আবিষ্কার। তবে এখনও ওড়িশার এই তল্লাটটি বাঙালি পর্যটকদের কাছে অত বেশি পরিচিত নয়। পুরী মানেই যাঁরা জগন্নাথ দেবের মন্দির, কোনার্কের সূর্য মন্দির, ধবল গিরি, উদয় গিরি-খণ্ড গিরি, লিঙ্গরাজ মন্দির, নন্দনকানন বা চিলকা বোঝেন তাঁদের জন্যই এই প্রতিবেদন। এবার পুরী গেলে চিত্তাকর্ষক এই জায়গায় বেড়াতে ভুলবেন না।

পুরী বাঙালির সেকেন্ড হোম। ফাঁক পেলেই বাঙালি পুরী ছোটে। পুরী যাওযার জন্য বাঙালির কোনও বাহানা লাগে না। পুরী মানেই সমুদ্রের উথাল-পাথাল করে দেওয়া ঢেউয়ে তোলপাড় করে দেওয়া আনন্দের জোয়ার। জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়া। আর সাইট সিনে বেড়িয়ে মোটামুটি তালিকায় থাকা সব কটি জায়গায় দেদার ঘোরা। ‘আট থেকে আশি পুরী ভালোবাসি’, বাঙালির পুরী-প্রেম ঠিক ভাষায় বা লেখনীতে প্রকাশ বেশ কঠিন।

একটু হেঁটে গেলেই জঙ্গল লাগোয়া এই নিরিবিলি সৈকত মন ভুলিয়ে দেবে।

তবে এই পুরীতেই রয়েছে আরও একটি ‘পুরী’। অপূর্ব অসাধারণ এপ্রান্ত এখনও ততটা জনপ্রিয় নয়। তবে কোলাহলহীন, নিরিবিলি এতল্লাটে ভরপুর আনন্দের খোঁজ মেলে। গুটিকয়েক হোটেল, কটেজ রয়েছে এখানে। জঙ্গল পাড়ে বিস্তৃত সমুদ্রতটে মনের আনন্দে বেড়াতে পারেন।

পুরী থেকে মেরেকেটে সাত কিলোমিটার দূরের নুয়ানাই নেচার ক্যাম্প থেকে ঘুরে আসুন। এখানেই রয়েছে বালুখণ্ড-কোনার্ক ওয়াইল্ড লাইফ স্যানচুয়ারি। অভয়ারণ্যের মধ্যেই রয়েছে বিস্তৃত সমুদ্রতট। নুয়ানাই নদীর ধারের এই এলাকা আদর্শ একটি ভ্রমণস্থল। এই অভয়ারণ্যে কালো হরিণ, বানর, কাঠবিড়ালি, জংলি বিড়াল, হায়না এবং বিভিন্ন ধরনের পাখি ও সরীসৃপের দেখা মেলে। অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপও এই সমুদ্র সৈকতেই বাসা বাঁধে।

এই এলাকাটি নুয়ানাই নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত। নদী-সমুদ্রের অপূরূপ মেলবন্ধন দেখতে হলে এতল্লাটের জুড়ি মেলা ভার। এখান থেকে খুবই কাছে বালুখণ্ড সমুদ্র সৈকত। ইচ্ছে থাকলে ট্রেকিং করে বা টোটো -অটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন। এই অভয়ারণ্যটি পুরী ও কোনার্কের মধ্যে যাওয়ার রাস্তায় পড়ে।

কীভাবে পৌঁছবেন বালুখন্ড-কোনার্ক অভয়ারণ্যের এই নুয়ানাই নেচার ক্যাম্পে?

পুরী থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে নুয়ানাই নদীর তীরে রয়েছে প্রকৃতির কোলে ঘুমিয়ে থাকা এই আদর্শ ভ্রমণস্থলটি। পুরী স্টেশন থেকেই বালুখন্ড-কোনার্ক অভয়ারণ্যের এই নুয়ানাই নেচার ক্যাম্প যেতে গাড়ি পেয়ে যাবেন।

থাকবেন কোথায়?

এখানকার চোখ জুড়নো কোস্টাল ফরেস্টের মধ্যেই রয়েছে বেশ কয়েকটি কটেজ। এছাড়াও আরও কয়েকটি হোটেলও আছে। ওডিশা পর্যটন দফতরের কটেজও রয়েছে। এছাড়াও যোগাযোগ করতে পারেন নেচার ক্যাম্প, নুয়ানাই- 094372 23089/07419897371

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com