মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন

নিয়তি কীভাবে ঘুরেফিরে আসে

  • আপডেট সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

প্রথমে ছবিটা দেখুন। এটা ইত্তেফাক পত্রিকা ছেপেছে।

ছবির ভাষাটা বলি শুনুন। একদা আমাদের হাসিনা আপি বলেছিলেন যে, তিনি খালেদা জিয়া ও ড. ইউনূসকে পদ্মার পানিতে চুবাবেন, আবার তুলবেন। এই কার্টুনটা সেই সুসময়ে শেয়ার করেছিলেন হাসিনা আপির একজন অত্যন্ত ঘনিষ্ঠ , নীতি-নির্ধারক পিও আমাদের মামাতো ভাই আরাফাত।

এবার এই নিউজটা পড়ুন। প্রথম আলো রিপোর্ট করেছে।

‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তার সুবিধা পাবেন না।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়াটি অনুমোদন দেওয়া হয়।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ জারি করা হয়েছিল। পরে ২০১৫ সালে এই আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি প্রদানের গেজেট জারি করা হয়। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য।’– প্রথম আলো

আমার বিশ্লেষণ শুনুন। আল্লাহ কি না পারেন সুবহানআল্লাহ! হাসিনা আপিকেই ফারাক্কা-ডুম্বুর বাঁধে রেখে চুবানো হচ্ছে। আর তার জায়গায় ড. ইউনূস বসে আছেন। হাসিনা আপি ও তার তার পরিবারের বিশেষ নিরাপত্তা গায়েব।

এবার ছবির বিষয়ে বিশ্লেষণ। যে ছবিটা মামাতো ভাই শেয়ার করে পরম আনন্দ পেয়েছিলেন একদা, এই মুহূর্তে তার কার্টুন শেয়ার করছে সবাই। তার গ্রেফতারে কেউ কেউ মিষ্টি বিতারণ করতেছে। এটাই তো আল্লাহর বিচার। ভালো কাজের বিচার ভালো, খারাপের ফল খারাপ। ব্যাস ফয়সালা।

প্রথম আলো

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com