স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অঙ্গরাজ্যটির আটলান্টিক কাউন্টির সার্ফ স্টেডিয়ামে এ মেলা উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া।
মেলায় মানবসেবায় আব্দুল কাদের মিয়া ও সাংবাদিকতায় আকবর হোসেনকে ‘আজীবন সম্মাননা’ দেওয়া হয়। তাদের হাতে সম্মাননা পদক তুলে দেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল। এসময় মঞ্চে ছিলেন প্লিজ্যান্টভিল সিটির মেয়র জুডি এম ওয়ার্ড, নর্থফিল্ড সিটির মেয়র আর্লেন্ড চো, এ্যাগ হারবার সিটি মেয়র লিসা জিয়াপেটি এবং এবসিকনের মেয়র কিম্বার্লি হরটন।
আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় মেলায় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি শহীদ খান, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সেলিম এবং সদস্য-সচিব ফরহাদ সিদ্দিক। উপস্থিত ছিলেন স্টেট অ্যাসেম্বলিম্যান ভিঞ্চ মেজো ও জন আরমেটো।
মেলায় শিশুকিশোরদের পুরস্কার দেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ কাউসার। স্মরণ করা হয় করোনাভাইরাসে মারা যাওয়া পার্থ চৌধুরী ও অভিজিৎ চৌধুরীকে। মেলায় ছিল ঝাল-মুড়ি, চটপটি, পিঠা ও পোশাকের স্টল।