শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন
Uncategorized

নিউজ প্রেজেন্টার

  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১

নিউজ প্রেজেন্টার বা প্রেজেন্টার সাধারণত টেলিভিশন চ্যানেল অথবা রেডিও স্টেশনগুলোতে কাজ করেন। আপনার বাচনভঙ্গি যদি সুন্দর হয় এবং যদি টেলিভিশন চ্যানেল অথবা রেডিও স্টেশনগুলোতে তুলনামূলক সুবিধাজনক কাজ করতে চান সেক্ষেত্রে নিউজ প্রেজেন্টার হতে পারে আপনার জন্য পছন্দের ক্যারিয়ার।

এক নজরে একজন নিউজ প্রেজেন্টার

সাধারণ পদবী: নিউজ প্রেজেন্টার, সংবাদ উপস্থাপক/উপস্থাপিকা
বিভাগ: গণমাধ্যম
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, চুক্তিভিত্তিক
লেভেল: এন্ট্রি
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ০ – ২ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳১৫,০০০ – ৳২৫,০০০
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: ২৫ – ৩৫ বছর
মূল স্কিল: সুন্দর উপস্থাপনার দক্ষতা
বিশেষ স্কিল: যোগাযোগের দক্ষতা, সমসাময়িক বিষয় সম্পর্কে জ্ঞান

একজন নিউজ প্রেজেন্টার কোথায় কাজ করেন?

  • বাংলাদেশ বেতার
  • প্রাইভেট রেডিও স্টেশন
  • কমিউনিটি রেডিও স্টেশন
  • অনলাইন রেডিও
  • বাংলাদেশ টেলিভিশন
  • বেসরকারি টেলিভিশন চ্যানেল

বর্তমানে দেশে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা ২৭টি এবং বেসরকারি রেডিও স্টেশনের সংখ্যা ২৭টি। বেসরকারি টেলিভিশন চ্যানেলের মধ্যে এটিএন নিউজ, ইনডেপেন্ডেন্ট টিভি ও নিউজ২৪ (News24) শুধু খবরভিত্তিক বিশেষ অনুষ্ঠান ২৪ ঘন্টা সম্প্রচার করে। তাই এ ৩টি চ্যানেলে কাজের বেশ বড় সুযোগ তৈরি করে দিয়েছে।

যারা ক্যামেরার সামনে আসতে সংকোচ বোধ করেন তাদের জন্য রেডিও স্টেশনে কাজ করা তুলনামূলকভাবে সুবিধাজনক।

একজন নিউজ প্রেজেন্টারের কাজ কী?

  • জমাকৃত খবর সাজানো
  • জমাকৃত খবরের ভিত্তিতে স্ক্রিপ্ট তৈরি করা
  • খবরের সময় সামনের স্ক্রিনে ভেসে ওঠা স্ক্রিপ্ট সাবলীলভাবে দর্শক/শ্রোতাদের কাছে উপস্থাপন করা
  • অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে (যেমন: কোন ধরনের যান্ত্রিক ত্রুটি) যথাসম্ভব স্বাভাবিক বাচনভঙ্গি বজায় রেখে পরিস্থিতি সামাল দেয়া
  • রিপোর্টিংয়ের ক্ষেত্রে রেডিও স্টেশন বা চ্যানেলের নির্ধারিত ফরম্যাট ও নির্দেশনা অনুযায়ী রিপোর্ট বানানো

একজন নিউজ প্রেজেন্টারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

সাধারণত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে ব্যাচেলর ডিগ্রি আছে এমন কাউকে খোঁজা হয়। তবে এটি বাধ্যতামূলক নয়। ন্যূনতম স্নাতক পাশ হলে ও সুন্দর উপস্থাপনার দক্ষতা থাকলে আপনি কাজ পেতে পারেন।

নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা স্টেশন/চ্যানেল অনুযায়ী আলাদা হয়। ১ – ২ বছর উপস্থাপনার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

বিভিন্ন নিউজ প্রেজেন্টেশন কোর্সের প্রতিষ্ঠান এ পেশার জন্য কোর্স করিয়ে থাকে। কাজ পাবার ক্ষেত্রে কোর্সগুলো সাহায্য করতে পারে আপনাকে।

একজন নিউজ প্রেজেন্টারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • সুন্দর বাচনভঙ্গি
  • স্পষ্ট ও আকর্ষণীয় উচ্চারণ
  • বাংলা ও ইংরেজিতে কথা বলার ক্ষমতা
  • সাবলীল উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা
  • সহজ ভাষায় ও খবরের গুরুত্ব অনুযায়ী নিউজ স্ক্রিপ্ট লেখার দক্ষতা
  • সমসাময়িক বিভিন্ন বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকা
  • অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেয়ার ক্ষমতা

কোথায় শিখবেন নিউজ প্রেজেন্টেশন?

বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান নিউজ প্রেজেন্টেশনের উপর কোর্স করিয়ে থাকে। যেমন:

  • পাঠশালা
  • বাংলাদেশ ইন্সটিটিউট অফ জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া
  • jobsA1

এসব প্রতিষ্ঠানে কোর্স সম্পন্ন করে নিউজ প্রেজেন্টেশনে নিজের দক্ষতা বাড়াতে পারেন।

একজন নিউজ প্রেজেন্টারের মাসিক আয় কেমন?

নিয়োগের শুরুতে সাধারণত একজন নিউজ প্রেজেন্টারের মাসিক আয় গড়ে ৳১৫,০০০ – ৳২০,০০০। এক্ষেত্রে বিষয়টি প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ।

ব্যক্তিগত সুনাম ও কাজের মূল্যায়নের ভিত্তিতে মিডিয়া প্রতিষ্ঠানগুলো কিছু ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের মাসিক ৩০ হাজার টাকা থেকে ১ লাখ টাকার চুক্তিতেও নিয়োগ দেয়।

একজন নিউজ প্রেজেন্টারের ক্যারিয়ার কেমন হতে পারে?

একজন নিউজ প্রেজেন্টার বা অ্যাংকর নিউজ প্রেজেন্টার হিসাবে আপনার ক্যারিয়ার শুরু হবে। পরবর্তীতে হেড অফ নিউজ, প্রধান নির্বাহী কর্মকর্তা (নিউজ), নিউজ এডিটর এবং হেড অফ এডিটর (নিউজ) – এ পদগুলোতে নিয়োগ পেতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com