শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন

নিউইয়র্কে হয়ে গেল লালন ও লোক উৎসব

  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

নিউইয়র্কে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক লালন ও লোক উৎসব।লালন পরিষদ ইউএসএ’র আয়োজনে জ্যামাইকার ম্যারি লুইস একাডেমিতে অনুষ্ঠিত দিনব্যাপী উৎসবে বাংলাদেশ, ভারত, লন্ডন, কানাডা ও আমেরিকার বিভিন্ন স্টেট থেকে প্রায় ২০০ শিল্পী ও কলাকুশলিরা অংশ নেন। ২৬ অক্টোবর শনিবার দুপুর ২টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে রাত ১১টা পর্যন্ত।

দুপুরে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন কিংবদন্তি শিল্পী নীনা হামিদ। এ সময় তার পাশে ছিলেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী, ড. সিদ্দিকুর রহমান, ডা. মাসুদুল হাসান, রাশেদ আহমেদ, মিনহাজ আহমেদ, কমরেড জাকির হোসেন, উৎসবের প্রধান উপদেষ্টা নুরুল আমিন বাবু, লালন উৎসবের আহ্বায়ক আব্দুল হামিদ, গোপাল সান্যাল, স্বীকৃতি বড়ুয়া, মিডিয়া সমন্বয়ক পিনাকী তালুকদারসহ আয়োজকরা।
উদ্বোধনী বক্তব্যে প্রবীণ শিল্পী নীনা হামিদ বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতির এই নান্দনিক বিকাশ দেখে ভীষণ ভালো লাগছে।
আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে আরো বেশি করে আমাদের বাংলা সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে হবে।

এবারের উৎসবমুখর ও নান্দনিক এই অনুষ্ঠানে নতুন প্রজন্মের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। উৎসবে বাংলাদেশ থেকে আসা লালন কন্যাখ্যাত লায়লা, নৃত্যশিল্পী মন্দিরা চক্রবর্তী, নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী দিনাত জাহান মুন্নী, শাহ মাহবুব, আলভিন, মাইশা জেরিন ও সাগনিক মজুমদারদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে রাখে।

উৎসবে ওয়াশিংটন ডিসি থেকে যোগ দেন দিনার মনি। লন্ডন থেকে আসা অদিতি রায়ের বিশেষ আলেখ্য হু এম আই, দর্শকরা প্রাণভরে উপভোগ করেন।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিলো রোড আইল্যান্ড থেকে যোগ দেয়া মহিতোষ তালুকদার তাপস ও তার দলের বিশেষ পরিবেশনা।

নিউজার্সির চন্দ্রা ব্যানার্জির দলের দলীয় নৃত্য পরিবেশনা উৎসবটিকে এক উচ্চমাত্রায় নিয়ে যায়। আন্তর্জাতিকমানের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদিয়া খন্দকার, স্বাধীন মজুমদার ও সেঁজুতি তালুকদার।

এবারের লালন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক নিউইয়র্কের স্বনামধন্য প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোম কেয়ার, ওয়াহিদুজ্জামান লিটন, এস্টোরিয়া হোম কেয়ার।

লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সব প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই চিন্তা-চেতনা থেকেই তিনি তার গান রচনা করেছেন। লালন শাহ এমন একজন মানুষ, যিনি সংগীতের মাধ্যমে সারাবিশ্বে প্রচার করে গেছেন মানবধর্ম।

দ্বিতীয় আন্তর্জাতিক লালন ও লোক উৎসব অনুষ্ঠানটি ঢাকা ও কলকাতার বাইরে সবচেয়ে বড় আয়োজনে পালিত হচ্ছে।
দ্বিতীয় আন্তর্জাতিক লালন ও লোক উৎসব কমিটিতে আছেন, প্রধান উপদেষ্টা নুরুল আমিন বাবু, আহ্বায়ক মো. আবদুল হামিদ, সমন্বয়কারী গোপাল সান্যাল, স্বীকৃতি বড়ুয়া, সুখেন জোসেফ গমেজ ও হাসানুজ্জামান সাকী, শিল্প নির্দেশনা জাহেদ শরীফ, মিডিয়া সমন্বয়ক পিনাকী তালুকদার, অনুষ্ঠান সহযোগী- শুভ রায় ও সাহানা ভট্টাচার্য।

উৎসবের বাংলাদেশ কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেন উষ্ণীষ কিশোর চক্রবর্তী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com