নিউইয়র্কে আর কোনো অভিবাসীর স্থান হবে না

অভিবাসীদের জন্য নিউইয়র্ক সিটিতে আর কোনো জায়গা খালি নেই বলে জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। গত ১৫ জানুয়ারি রোববার মেক্সিকো সীমান্তবর্তী শহর এল পাসো পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। মেয়র এরিক অ্যাডামস বলেন, কেন্দ্রীয় সরকারের আমেরিকার দক্ষিণ সীমান্তবর্তী শহরের অভিবাসী সংকট নিয়ে কাজ করার সময় এখন।

এই সীমান্তে মেয়রের পরিদর্শনের ঘটনা এই প্রথম। এটা অপ্রত্যাশিতও বটে। রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যগুলো থেকে বাসবোঝাই করে নিউইয়র্ক এবং অন্যান্য শহরে পাঠানো হচ্ছে। এর ফলে নিউইয়র্কে আবাসন সংকট দেখা দিয়েছে এবং আশ্রয়হীন মানুষের সংখ্যা বাড়ছে।

এর আগে মেয়র অ্যাডামস বলেছিলেন, নিউইয়র্কে অভিবাসী বাড়ার কারণে শহরের ২০০ কোটি ডলারের প্রয়োজন হবে। এমনিতেই এখন শহরের বাজেট ঘাটতি রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে টেক্সাস এবং ফ্লোরিডার রিপাবলিকান গভর্নররা বাসবোঝাই করে হাজার হাজার অভিবাসী ডেমোক্র্যাট গভর্নর কর্তৃক পরিচালিত নিউইয়র্ক, শিকাগো এবং ওয়াশিংটন ডিসিতে পাঠিয়ে দিচ্ছেন।

এরিক অ্যাডামস ডেমোক্র্যাট হলেও যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের একজন কট্টর সমালোচক। তার মতে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে যে অভিবাসন সংকট চলছে তা নিরসনে যুক্তরাষ্ট্র সরকারের এখনই সঠিক পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: