শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

নিউইয়র্কে অর্ধেকে নেমেছে এসাইলাম অনুমোদন

  • আপডেট সময় শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
নিউইয়র্কে অভিবাসন প্রত্যাশীদের এসাইলাম কেইস এপ্রুভালের হার কমেছে প্রায় অর্ধেক। অর্থ্যাৎ কেইস রিজেকশনের হার বেড়েছে। গত বছরের তুলনায় বিদায়ী বছরে প্রায় ৪৫ শতাংশ কমেছে এসাইলাম কেইস এপ্রুভাল। সে হিসেবে ২০২৪ সালে প্রতি ১০০ টি কেইসের মধ্যে ৩৬টির কম এপ্রুভ হয়েছে। যা আগের বছর ছিলো ১০০ টির মধ্যে ৬৭ টি। অনেকের ধারণা ২য় মেয়াদে ক্ষমতায় বসতে যাওয়ার নব নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের কারণেই এসাইলাম কেইস এপ্রুভাল-রিজেকশনে প্রভাব পড়েছে।
ট্র্যাক এর স্ট্যাটিকটিস তথ্য অনুযায়ী, নিউইয়র্কে ২০২৩ সালে শতকরা ৬৭ পার্সেন্ট অভিবাসন প্রত্যাশীদের এসাইলাম কেইস এপ্রুভাল হয়েছে। রিজেকশন হয়েছে ৩৩ পার্সেন্ট। এপ্রুভাল কেইসের সংখ্যা ৯,৬১৭টি এবং রিজেকশন সংখ্যা ৫,৬১২টি। ২০২৪ সালে এপ্রুভালের সংখ্যা কমে ৬ হাজার ৮৮৯টিতে নেমে এসেছে, যা গত বছরের অক্টোবর পর্যন্ত। এ হার শতকরা ৩৫.৮ পার্সেন্ট।

২০২৪ সালের আগস্ট পর্যন্ত এপ্রুভালের হার ছিলো ৫২ পার্সেন্ট। কিন্তু সেপ্টেম্বর মাস থেকে এ হার উল্লেখযোগ্যভাবে কমে ৩৫.৮ নেমে এসেছে।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রজুড়ে এসাইলাম কেইস এপ্রুভালের হার ছিলো ৭০ পার্সেন্ট। এর মধ্যে নিউইয়র্কে ছিলো ৫০ পার্সেন্ট। যুক্তরাষ্ট্রে শুধু সেপ্টেম্বর মাসে ৩০৫২ টি কেইসের মধ্যে ২১৩৯ টি এপ্রুভ হয়েছে।
২০২৪ সালের এপ্রিলে প্রকাশিত স্ট্যাটিকটিস তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে এসাইলাম এপ্রুভাল ও রিজেকশনের তালিকায় বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশের ১৪২৭ জনের মধ্যে ৮২৩ জনের এসাইলাম এপ্রুভ হয়েছে। বাতিল (রিজেকশন) হয়েছে ২৪৭ জনের। বাকি ৩৪৮ জনের বিভিন্ন কারণে পেন্ডিং রয়েছে। ২০২৪ সালের তালিকা এখনো প্রকাশ হয়নি।
গত ২০২৩ সালে ২৬ ফেডারেল প্লাজা কোর্টে সর্বোচ্চ ৮৪ পার্সেন্ট এসাইলাম এপ্রুভ হয়েছে। এটি ছিলো ওই বছরের সর্বোচ্চ।
এছাড়া কোর্ট এবং ইউএসসিআইএস’তে নিউইয়র্কে ২০২২ সালে কেইস পেন্ডিংয়ের সংখ্যা ছিলো ১ লাখ ১১ হাজার ৪১টি । ২০২৩ সালে এ সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৩৪ হাজার ৫০২টি। ২০২৪ সালে পেন্ডিংয়ের সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৭২২ টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com