এখানে মোট চারটা কটেজ রয়েছে। চলাচলের জন্য রয়েছে চমৎকার ওয়াকওয়ে। সবুজ ঘেরা এই রিসোর্টে পর্যটকদের জন্য রয়েছে একটা রেস্টুরেন্টও। মজাদার স্বাদের সি ফুড, ভিলেজ ফুড, স্ন্যাকস এবং ড্রিংকস রয়েছে রয়েছে রেস্টুরেন্টটিতে
জেনে নেয়া যাক মুন নেস্ট রিসোর্ট এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও
গার্ডেন
বিচ
রেস্টুরেন্ট
এয়ারপোর্ট শাটল
রুম সার্ভিস
ফ্যামিলি রুমস
ফ্রি পার্কিং (শর্ত প্রযোজ্য)
রুম টাইপ ও মূল্যমান
মুন নেস্ট রিসোর্টে একই ধরণের কটেজ রয়েছে। কটেজগুলোতে সাধারণত দুজন করে থাকা যায়। সিজন ভেদে রুমের মূল্যমান কম-বেশি হয়ে থাকে। তবে স্বাভাবিকভাবে প্রতি কটেজের মূল্য ৪,০০০ টাকা। সাথে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।
যেভাবে যাবেন : মুন নেস্ট রিসোর্ট কক্সবাজার এয়ারপোর্ট হতে ১৫ দশমিক ৮ কিলোমিটার, লাবনী বিচ হতে ১৫ দশমিক ১ কিলোমিটার, ইনানী বিচ হতে ১৫ কিলোমিটার, হিমছড়ি জাতীয় উদ্যান হতে ৪ দশমিক ২ কিলোমিটার, কক্সবাজার বাস টার্মিনাল হতে ১৪ দশমিক ৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত। গাড়ি ভাড়া করে বা স্থানীয় বাহনে এখানে আসতে পারেন। প্রয়োজনে রিসোর্টের সাথেও যোগাযোগ করতে পারেন।