নরওয়ের শিক্ষার মান আন্তর্জাতিক মান সম্পন্ন। এখানকার বিশ^বিদ্যালয়গুলো থেকে ব্যাচেলর, মাষ্টারস, ডক্টরাল বা পি.এইচ ডি ডিগ্রি অর্জন করতে পারেন। আগষ্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ফল সেমিষ্টার এবং জানুয়ারী থেকে জুন পর্যন্ত স্পিং সেমিষ্টার।
ভর্তির জন্য যোগ্যতাঃ
নরওয়ের ব্যাচেলর প্রোগ্রামের জন্য এইচ এস সি এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য অনার্স পাশ হতে হবে। উভয় প্রোগ্রামের জন্য আই.ই.এল.টি.এস.এ ৫.৫ বা ৬ পেতে হবে।
এখানে নরওয়েজিয়ান ও ইংরেজি উভয় ভাষাতেই পড়াশোনা করা যায়। এখানে ব্যাচেলর ডিগ্রি তিন বছর এবং মাস্টার ডিগ্রি দুই বছর। পি এইচ ডি তিন থেকে চার বছর হয়ে থাকে।
টিউশন ফিঃ
সাধারনত নরওয়েতে সরকারী কলেজ এবং বিশ^বিদ্যালয়গুলোতে কোন টিউশন ফি লাগে না। যা বিদেশী শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে বেসরকারী প্রতিষ্ঠানগুলোতে টিউশন ফি লাগে। প্রতি সেমিষ্টারে ৫১ থেকে ১০১ মার্কিন ডলার ফি লাগে।
জীবনযাত্রার ব্যায় :
এখানে একজন শিক্ষার্থীর থাকা , খাওয়া, কাপড়, বই,খাতা, যাতায়াত, যোগাযোগ ইত্যাদির জন্য প্রতিমাসে প্রায় ১৪০০ ডলার খরচ হয়। নরওয়েতে একজন শিক্ষার্থীর সপ্তাহে ২০ ঘন্টা কাজ করতে পাবে।
আর ছুটির সময় ফুলটাইম জব করা যায়। ঘন্টায় ৭ থেকে ২২ মার্কিন ডলার আয় করা যায়।