বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

নভোএয়ার এর বরিশাল রুটে ফ্লাইট শুরু ১লা মার্চ থেকে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

নভোএয়ার ১লা মার্চ থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে। এই রুটে একমুখী (ওয়ানওয়ে) সর্বনিম্ন ভাড়া ২৮০০ টাকা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, যাত্রী সংকটের কারণে গত বছরের ১লা আগষ্ট থেকে বরিশাল রুটে নভোএয়ার ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রাখে।

নভোএয়ার প্রতি শনিবার, সোমবার এবং বুধবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে সকাল ১০টা ৪০ মিনিটে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ,যশোর ,সৈয়দপুর, রাজ&শাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

এছাড়া প্রতি সপ্তাহে ১ দিন যশোর থেকে কক্সবাজার রুটে এবং রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com