রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন

নতুন গন্তব্য টেকনাফের সমুদ্রসৈকত

  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

বাংলাদেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত টেকনাফ উপজেলা থেকে ৩ কিলোমিটার ও কক্সবাজার জেলা সদর থেকে ৭৫ কিলোমিটার দূরে মেরিন ড্রাইভের পাশে টেকনাফের সমুদ্রসৈকত। মেরিন ড্রাইভ রোড ও সেন্ট মার্টিন দ্বীপ ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে স্বল্প সময়ের জন্য ভালো লাগার জায়গা হতে পারে এই এলাকা। পরিবেশের দিক থেকে অন্যান্য সৈকতের সঙ্গে এর বেশ খানিকটা পার্থক্য রয়েছে। সমুদ্রের স্বচ্ছ পানি, কোলাহলমুক্ত পরিবেশ, ঝিনুক সঙ্গে জেলেদের সাম্পান রাখার দৃশ্য উপভোগ করা যায় এখানে।

শীতকালে এর নীল জলরাশি সবচেয়ে সুন্দর দেখায়। এখান থেকে বাংলাদেশের সর্বদক্ষিণে থাকা শাহপরীর দ্বীপ খুব সহজে ঘুরে আসা যায়।

লোকাল বাসে এবং কক্সবাজার লিংক রোড হয়ে উপজেলার ভেতর দিয়ে টেকনাফে সমুদ্রসৈকত যাওয়া যায়। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে চলাচল করা ছোট যানবাহন, চাঁদের গাড়ি অথবা সিএনজিচালিত অটো রিজার্ভ করে যেতে পারেন। তা ছাড়া ট্যুরিস্ট ক্যারাভান টেকনাফের এই সমুদ্রসৈকত পর্যন্ত তাদের প্যাকেজ রেখেছে।

কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার সড়কের একপাশে পাহাড়, অন্যপাশে সমুদ্র। ফলে এ পথের সৌন্দর্য উপভোগ করতে করতেই এই সমুদ্রসৈকতে যাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com