শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

নজরকাড়া সৌন্দর্যের ‘বর্ণি হাওর’

  • আপডেট সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩

বর্ণি হাওর। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নে এই হাওরের অবস্থান। সিলেট শহর থেকে ২৩ কিলোমিটার দূরত্বের এই হাওরে যেতে সময় লাগে ৩০ মিনিট। বর্ণি হাওরের পাশে রয়েছে মূরারগাঁও, ফুড়ার পার ও বর্ণি গ্রাম। সুবিশাল এই হাওরে পাওয়া যায় নানা প্রজাতির দেশীয় মাছ। নৌকায় চলাচল করে হাওরপারের মানুষজন। চলতি পথে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়ক লাগোয়া এই হাওরের সৌন্দর্য নজর কাড়ে। বর্ষায় হাওরের বুকে ঢলের পানির ঠাঁই হয়। অদূরে মেঘালয় পাহাড়ের দেখা মেলে এই হাওর থেকে। আকাশের মেঘ আর পাহাড়ের সবুজ রং পানিতে মিশে বর্ণিল রূপ ধারণ করে ‘বর্ণি হাওর’। বর্ষায় বর্ণি হাওরের রূপ উপভোগ করতে চাইলে যেকোনো যানবাহনে সিলেট থেকে সরাসরি যেতে পারেন বর্ণি হাওরপাড়ে। ছবিতে বর্ণিল ‘বর্ণি হাওর’।

সবুজ পাহাড়ের কোলেই বর্ণি হাওরের অবস্থান
সবুজ পাহাড়ের কোলেই বর্ণি হাওরের অবস্থান
পাহাড়ি ঢল বর্ণি হওরের পানির উৎস। ঢল থামলে কমে যায় বর্ণির পানি। হাওর থেকে দেখা মেলে মেঘালয় পাহাড়ের ঝরনাধারা
পাহাড়ি ঢল বর্ণি হওরের পানির উৎস। ঢল থামলে কমে যায় বর্ণির পানি। হাওর থেকে দেখা মেলে মেঘালয় পাহাড়ের ঝরনাধারা
 বর্ণি হাওরের মধ্যে ফুড়ার পার গ্রামের বাড়িঘর
বর্ণি হাওরের মধ্যে ফুড়ার পার গ্রামের বাড়িঘর
হাওরের পানিতে নৌকা চালিয়ে বাড়ি ফিরছে এক শিশু
হাওরের পানিতে নৌকা চালিয়ে বাড়ি ফিরছে এক শিশু
বর্ণি হাওরের পাড়ে দাঁড়িয়ে উপভোগ করা যাবে হাওরের এমন প্রাকৃতিক রূপ।
বর্ণি হাওরের পাড়ে দাঁড়িয়ে উপভোগ করা যাবে হাওরের এমন প্রাকৃতিক রূপ।
সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়ক লাগোয়া বর্ণি হাওর
সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়ক লাগোয়া বর্ণি হাওর
 জ্বালানি সংগ্রহ করে নৌকায় করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি
জ্বালানি সংগ্রহ করে নৌকায় করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি
পুরো বর্ষাজুড়ে নৌকায় চলাচল করে হাওরপাড়ের মানুষজন।
পুরো বর্ষাজুড়ে নৌকায় চলাচল করে হাওরপাড়ের মানুষজন।
পড়ন্ত বিকেলে বর্ণি গ্রামে বর্ণি হাওরের রূপ
পড়ন্ত বিকেলে বর্ণি গ্রামে বর্ণি হাওরের রূপ
 স্বচ্ছ পানিতে রঙিন আকাশের প্রতিচ্ছবি
স্বচ্ছ পানিতে রঙিন আকাশের প্রতিচ্ছবি
পড়ন্ত বিকেলে নৌকায় ঘুরছেন স্থানীয় লোকজন। চাইলে যে কেউ মাছ ধরার নৌকা নিয়ে ঘুরতে পারেন হাওরে।
পড়ন্ত বিকেলে নৌকায় ঘুরছেন স্থানীয় লোকজন। চাইলে যে কেউ মাছ ধরার নৌকা নিয়ে ঘুরতে পারেন হাওরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com