সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

নক্ষত্রবাড়ি রিসোর্ট

  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

ঢাকা থেকে অদূরে গাজীপুর জেলার রাজেন্দ্রপুরে অবস্থিত দৃষ্টিনন্দন এই রিসোর্টটি। আমাদের সকলের পরিচিত অভিনেতা তৌকির আহমেদ এবং অভিনেত্রী বিপাশা হায়াত এই রিসোর্টটি প্রতিষ্ঠা করেছেন। বাণিজ্যিক এবং ভ্রমণপিপাসুদের উদ্দেশ্যেই তাদের এই প্রচেষ্টা। প্রায় ২৫ বিঘা জমির উপর এই রিসোর্টটি নির্মিত। এতে রয়েছে দিঘী, ঝর্না, সুইমিংপুল (swimming pool), রেস্টুরেন্ট (restaurant), কনফারেন্স হল (conference hall), বিল্ডিং কটেজ (Building cottage) এবং কাঠ, বাঁশ ও ছনের তৈরি শীতাতপ নিয়ন্ত্রিত অনেকগুলো কটেজ। এছাড়াও আছে শুটিং স্পট (shooting spot), মুভি থিয়েটার (movie theater), খেলার জায়গা, নৌকায় ঘুরে বেড়ানো ইত্যাদির সুব্যবস্থা। আপনারা এই রিসোর্টে করতে পারবেন পুল সাইড পার্টি (pool side party), বারবিকিউ পার্টি (Bar-B-Q party) আছে মিউজিকের (music) ব্যবস্থাও। ছুটির দিনে পছন্দের মানুষদের নিয়ে কাটানোর মতো সবধরনের ব্যবস্থাই আছে এই রিসোর্টটিতে।

নক্ষত্রবাড়ি রিসোর্টের তথ্যসমূহ

(১) বাংলো ব্যবস্থা

নক্ষত্রবাড়ি রিসোর্টের বাংলো - shajgoj.com

  •  হোটেল বাংলো-  গ্রুপ করে দলবেঁধে পিকনিক করতে গেলে এই বাংলোতে থাকতে পারেন। এই বাংলোটি বড় আকারের তাই অনেকজন নিয়ে থাকার সুব্যবস্থা রয়েছে। তাই দলবেঁধে পিকনিক করতে চাইলে আপনি যেতে পারেন এই রিসোর্টটিতে!
  • ফ্যামিলি বাংলো- এই বাংলোতে ছোট ফ্যামিলি নিয়ে থাকার সুব্যবস্থা রয়েছে। দুটি বেডরুম একটি বাচ্চাদের রুম, লেক ভিউ সহ ৫ জন নিয়ে থাকার মতো সুন্দর ব্যবস্থা রয়েছে এই বাংলোতে। ফ্যামিলি যাদের রয়েছে তারা পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন।
  • ওয়াটার বাংলো- এই বাংলোটিও তুলনামূলক বড়। এটিতে বড় কিংবা ছোট যেকোন ফ্যামিলিই থাকতে পারবে।

(২)  ডে আউট প্যাকেজ

নক্ষত্রবাড়ি রিসোর্টের পুল - shajgoj.com

(৩) খাওয়ার ব্যবস্থা

নক্ষত্রবাড়ী রিসোর্টে রয়েছে খাওয়ার সুব্যবস্থা। সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা এবং রাতের খাবারের আয়োজন করা হয় এই রিসোর্ট থেকেই। এছাড়াও  পার্টি কিংবা অন্যান্য পার্টির আয়োজনেও অন্যান্য খাবারের ব্যবস্থা রয়েছে।

(৪) প্রবেশমূল্য

এই রিসোর্টে প্রবেশ করতে জনপ্রতি লাগবে ৫০০ টাকা করে। ছোট বড় সকলেরই ৫০০ টাকা করে প্রবেশমূল্য দিয়ে প্রবেশ করতে হবে। একটি পরিবারের ৩ জন ফ্রি সুইমিংপুল ব্যবহার করতে পারবে। বাকিদের চার্জ দিয়ে পুল ব্যবহার করতে হবে।

কিন্তু এই দৃষ্টিনন্দন রিসোর্টে যাবেন কিভাবে জানেন কি? চলুন জেনে নেই কিভাবে যাবেন নক্ষত্রবাড়ি  রিসোর্টে।

কিভাবে যাবেন নক্ষত্রবাড়ি  রিসোর্ট? 

বাস কিংবা গাড়ি দিয়ে খুব সহজে যেতে পারবেন এই রিসোর্টে। আর নিজস্ব গাড়ি থাকলেতো আর কথাই নাই। নিজস্ব গাড়ি দিয়ে একেবারেই পৌঁছে যেতে পারেন সেক্ষেত্রে আর ভেঙে যেতে হবে না। কিন্তু যাদের গাড়ি নেই তারা বাস দিয়ে যেতে পারেন। ঢাকার মহাখালী, বিমানবন্দর বাস স্টপে গিয়ে বাস ধরতে হবে। তারপর ময়মনসিংহ রোড ধরে রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে যেতে হবে। তারপর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট যাওয়া বাসে করে রাজাবাড়ি নামক একটি স্থানে নামতে হবে। রাজাবাড়ি বাজারে ডান দিকে গিয়ে দেড় কিলোমিটার এগোতে হবে। দেড় কিলোমিটার এগোলেই পৌঁছে যাবেন চিনাশুখানিয়া গ্রামে। সেই গ্রামে একটি এলাকা রয়েছে নাম বাঙালপাড়া। বাঙালপাড়া এলাকায়ই নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন নক্ষত্রবাড়ি রিসোর্ট। বাঙালপাড়া গেলেই পৌঁছে যাবেন মনোরম পরিবেশে অবস্থিত এই  রিসোর্টটিতে।

ব্যস্ততাপূর্ন জীবন থেকে একটু স্বস্তি পেতে কে না চায়? তাই একটু স্বস্তি এবং পরিবারের সবাইকে নিয়ে একটি দিন আনন্দঘনভাবে কাটাতে ছুটে যেতে পারেন এই সুন্দর রিসোর্টটিতে। একদিনে ঘুরে ফিরে আসতে পারবেন কিংবা চাইলে রাতে থেকেও উপভোগ করতে পারবেন। তো ঘুরে আসুন পরিবারকে নিয়ে নক্ষত্রবাড়ি রিসোর্ট!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com