রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

ধনী শহরের তকমা পেল তিলোত্তমা

  • আপডেট সময় রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

ধনী শহর হল কলকাতা। ভারতের ধনী শহরগুলির মধ্যে কলকাতার জায়গা ৪ নম্বরে। পাশাপাশি বিশ্বের ধনী শহরগুলির মধ্যে কলকাতার স্থান ৬৩ নম্বরে। সম্প্রতি বিশ্বের ধনী শহরের তালিকা প্রকাশ করেছ ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ নামে লন্ডনের এক সংস্থা। সেখানে দেখা গিয়েছে বিশ্বের ধনী শহরের তকমা পেয়েছে তিলোত্তমা।

সাধারণত কোনও শহরে কতজন কোটিপতি রয়েছেন সেই নিরিখে ধনী শহরের তালিকা প্রকাশ করে ওই সংস্থা। সমীক্ষায় দেখা গিয়েছে, কলকাতায় কোটিপতির সংখ্যা ১২ হাজার ১০০ জন।

আর বিশ্বের মধ্যে কলকাতার স্থান ৬৩ নম্বরে। বিশ্বের সবথেকে ধনীতম শহর নিউ ইয়র্ক। সেখানে কোটিপতির সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার। দ্বিতীয় ধনী দেশ টোকিও। সেখানে কোটিপতি থাকেন ২ লক্ষ ৯০ হাজার আর তৃতীয় ধনী দেশ দ্য বে এরিয়া। সেখানে ২ লক্ষ ৮৫ হাজার কোটিপতি থাকেন।

পাশাপাশি দেশের মধ্যে চতুর্থ ধনী দেশ কলকাতা হলেও প্রথমে নাম রয়েছে মুম্বইয়ের। সেখানে কোটিপতি থাকেন ৫৯ হাজার ৪০০ জন। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। রাজধানীতে কোটিপতি থাকেন ৩০ হাজার ২০০ জন। তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরুর নাম। সেখানে কোটিপতি থাকেন ১২ হাজার ৬০০ জন। আর ৪ নম্বরে রয়েছে কলকাতার নাম। সেখানে কোটিপতির সংখ্যা ১২ হাজার ১২ হাজার ১০০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com