শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন
Uncategorized

দেশে আটকে পড়া প্রবাসীদের আরব আমিরাতে ফেরার সুযোগ

  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপে ফ্লাইট বন্ধ থাকায় ছুটিতে বা বিভিন্ন কাজে বাংলাদেশে গিয়ে আটকে পড়া প্রবাসীদের অবশেষে সংযুক্ত আরব আমিরাতে আসার অনুমতি দিয়েছে দেশটির সরকার।

সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছেন এবং দেশে অবস্থানের মেয়াদ ৬ মাস পার হোক বা না হোক ভিসার বৈধতা আছে এমন প্রবাসীরা ১২ সেপ্টেম্বর থেকে আমিরাতে ফিরতে পারবেন বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির ‘ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট অথরিটি’।

বিজ্ঞপ্তিতে তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিন নেওয়া বৈধ ভিসাধারী বাংলাদেশি এমনকি ভিসার বৈধতার থাকার পরও যারা ফ্লাইট বন্ধের কারণে আসতে পারেননি তারাও এখন আরব আমিরাত আসতে পারবেন।এ তালিকায় বাংলাদেশ ছাড়াও আছেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ভিয়েতনামসহ ১৫টি দেশের অভিবাসীরা।

তবে এজন্য প্রত্যাবর্তনকারীকে ‘ফেডারেল অথরিটি অব আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ’-এর অনুমোদন নিতে হবে।দুবাইর ক্ষেত্রে জিডিআরএফএ অনুমোদন নিতে হবে।তাদেরকে একইসঙ্গে টিকা নেওয়ার প্রমাণপত্র সংযুক্ত করে ছাড়পত্র নিতে হবে।অনুমোদিত ল্যাব থেকে ৪৮ ঘণ্টা মেয়াদের কোভিড-১৯ নেগেটিভ পিসিআর টেস্ট রেজাল্ট এবং তার কিউআর কোড নিতে হবে যা বিমানবন্দরে ঢোকার সময় দেখাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি যাত্রীকে বোর্ডিং-এর আগে একটি র্যা পিড কোভিড-১৯ টেস্ট দিতে হবে।আমিরাত পৌঁছার পর আরেকটি পিসিআর টেস্ট এবং ৪র্থ ও ৮ম দিন দুটি পিসিআর কোভিড-১৯ টেস্ট করতে হবে।তবে ১৬ বছরের নিচে শিশুদের জন্য এর বাধ্যবাধকতা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com