বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

দেশেই এখন রোমাঞ্চকর স্কুবা ডাইভিং

  • আপডেট সময় শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

রোমাঞ্চপ্রিয় মানুষের আকর্ষণের আরেক নাম স্কুবা ডাইভিং। এত দিন এর জন্য বিদেশে যেতে হতো। নিতে হতো প্রশিক্ষণ। তবে এখন আর বিদেশে নয়, দেশেই আছে স্কুবা ডাইভিংয়ের সুযোগ। পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থাও আছে। সেন্ট মার্টিনে স্কুবা ডাইভিং করা যায় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত।

স্কুবা ডাইভিং খুব সহজ কোনো কাজ নয়। ইচ্ছে হলেই যে কেউ এটি করতে পারবেন না। এর জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা ও প্রশিক্ষণ। যিনি এটি করতে চান, তাঁকে অবশ্যই সাঁতারে পারদর্শী হতে হবে। সমুদ্রতলে কথা নয় বরং ইশারার মাধ্যমে যোগাযোগ করা হয়। তাই জানতে হয় পানির নিচে অন্যান্য স্কুবা ডাইভারের সঙ্গে যোগাযোগ রক্ষার নিয়ম। এত সব নিয়মকানুন মানার পরও অনেকেই স্কুবা করতে পারবেন না।

যাঁরা স্কুবা করতে পারবেন না 
�    হৃদ্‌যন্ত্রের অসুস্থতা থাকলে
�    ফুসফুস কিংবা কিডনির     সমস্যা থাকলে
�    শরীরে বড় কোনো অপারেশন করা থাকলে
�    কখনো স্ট্রোক হয়ে থাকলে
�    যাঁরা উচ্চ রক্তচাপের রোগী
�    সর্দি-কাশি হলে
�    হাঁপানি, শ্বাসকষ্টসহ বিভিন্ন ক্রনিক রোগে আক্রান্ত হলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com