দুবাইয়ে ধু-ধু মরুভূমির মাঝে বিস্ময়কর লাভ লেক

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে ধু-ধু মরুভূমির মাঝে বিস্ময়কর লাভ লেক বয়ে চলেছে। চারপাশে সবুজ গাছপালায় ঘেরা আর মাঝে লাভ লেক। লেকের পাশেই গাছের সারি দিয়ে লেখা আছে লাভ লেক।

দুবাইয়ের রাজকুমার শেখ হামদান বিন মোহাম্মদ তার ইনস্টাগ্রামে কৃত্রিম হ্রদের একটি ছবি শেয়ার করার পর থেকেই বিশ্ব চিনেছে স্থানটিকে। প্রতি মাসেই দর্শকদের সংখ্যা বাড়ছে লাভ লেকে। ধু-ধু মরুভুমির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে হৃদয়াকৃতির দুটি হৃদ।

স্থানটির নাম আল কুদ্রা। দুবাইয়ের আল কুদ্রা মরুদ্যানে অবস্থিত লাভ লেকটি। ৫ লাখ ৫০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে দুটি কৃত্রিম লেক তৈরি করা হয়েছে সেখানে। বিশ্বের অন্যতম এক রোমান্টিক স্থান হিসেবে বিবেচিত হয়েছে লাভ লেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: