২০০ মিটার উচ্চতায় অরা স্কাইপুলের ৫০ তলায় স্থাপিত ৭৫০ বর্গমিটারের ওই পুলটি যেন আকাশে স্থাপিত একটি দ্বীপ-যেখানে সূর্যের বিছানায় শুয়ে কিংবা বসে ভিআইপিরা অংশ নেবে ককটেল বারে। নীল টাইলসে সজ্জিত পুলের গভীরে ডুব দিতে ইতোমধ্যে শুরু হয়েছে টিকিট কেনার হিড়িক। দিনের বয়স বাড়ার সঙ্গে তাল মিলিয়ে বেড়ে যায় এর টিকিটের দাম।
সকালে যে টিকিটের মূল্য ৪৬ মার্কিন ডলার, বাড়তে বাড়তে সেটির মূল্য পৌঁছায় ১৬৩ ডলারে। সিএনএন।