শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

দুবাইয়ে ফ্লাইট বাড়াচ্ছে এয়ার ইন্ডিয়া

  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

দুবাইয়ের সঙ্গে ফ্লাইট বাড়াতে যাচ্ছে এয়ার ইন্ডিয়া। গতকাল এক ঘোষণায় শীর্ষস্থানীয় ভারতীয় উড়োজাহাজ সংস্থাটি জানায়, দিল্লি ও মুম্বাই থেকে দুবাইয়ে বিরতিহীন ফ্লাইট বাড়ানো হচ্ছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

এয়ার ইন্ডিয়া জানায়, ২৯ এপ্রিল থেকে দিল্লি থেকে দুবাইয়ে নতুন একটি ফ্লাইট চালু হচ্ছে। এতে দুই শহরের মধ্যে দৈনিক ফ্লাইট সংখ্যা ১০-এ দাঁড়াচ্ছে। দুবাইমুখী ফ্লাইটগুলো দিনের বিভিন্ন সময় ব্যাপৃত হওয়ায় গ্রাহকরা ইচ্ছে করলে সকাল, দুপুর ও বিকাল—যেকোনো সময় যাত্রা করতে পারবে।

দিল্লি ও মুম্বাই থেকে যাত্রা করা বেশির ভাগ ফ্লাইটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করছে এয়ার ইন্ডিয়া। এতে ২৩৮টি ইকোনমি ক্লাসের আসনের পাশাপাশি ১৮টি ফুল-ফ্ল্যাট বেড রয়েছে।

কিছু ফ্লাইটে ব্যবহার করা হচ্ছে এয়ারবাস এ৩২০/৩২১ উড়োজাহাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com