বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

দুবাইতে নির্মাণ হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার বুর্জ আজিজি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

দুবাইয়ের শেখ জায়েদ রোডে নির্মিত হচ্ছে বুর্জ আজিজি,যা হবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন।৭২৫ মিটার উচ্চতা ও ১৩২ তলা বিশিষ্ট এই টাওয়ারটি ২০২৮ সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে।এটি দুবাইয়ের আকাশচুম্বী নকশার আরেকটি যুগান্তকারী উদাহরণ হবে।

বুর্জ আজিজি প্রকল্পটি দুবাইয়ের আর্কিটেকচারাল নকশার উচ্চতর মান স্থাপন করার উদ্দেশ্যে তৈরি হচ্ছে।২০২৮ সালে শেষ হওয়ার লক্ষ্যে,এই প্রকল্পে বিশ্বের সর্বোচ্চ হোটেল লবি,রেস্টুরেন্ট, নাইটক্লাব,অবজারভেশন ডেক এবং হোটেল রুম থাকবে।দুবাইয়ের বিশিষ্ট আর্কিটেকচারাল ফার্ম এই৭ এর বিশেষজ্ঞরা জানিয়েছেন এই প্রকল্প শুধুমাত্র উচ্চতায় নয় বরং স্থাপত্য শৈলীতেও ব্যতিক্রমী।

৬ বিলিয়ন দিরহামের এই প্রকল্পটিতে থাকবে একটি ভার্টিকাল শপিং মল, সাত তারকা হোটেল যা সাতটি সাংস্কৃতিক থিম দ্বারা অনুপ্রাণিত, বিভিন্ন ধরনের আবাসিক সুবিধা যেমন পেন্টহাউস এবং অ্যাপার্টমেন্ট, সুস্থতা কেন্দ্র, সুইমিং পুল, সিনেমা হল, শিশুদের খেলার জায়গা, এবং একটি অ্যাড্রেনালিন জোন যা দর্শনার্থীদের মেঘের মধ্যে থাকার অভিজ্ঞতা দেবে।

বুর্জ আজিজির নকশায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এর বহুমুখী ব্যবহার।টাওয়ারটির ভিত্তি ৭০ মিটার গভীর,যা বুর্জ খলিফার চেয়েও গভীর,তবে ভিত্তির আকার তুলনামূলকভাবে ছোট।৫৭ মিটার x ৫৭ মিটার জায়গার উপর নির্মিত হওয়ার কারণে এটি বিশ্বের অন্যতম সরু টাওয়ার হবে।রাতে এই টাওয়ারটি এলইডি লাইট শো প্রদর্শন করবে যা দুবাইয়ের স্কাইলাইনে এক অনন্য চমক সৃষ্টি করবে।

বুর্জ আজিজি শুধুমাত্র একটি আকাশচুম্বী ভবন নয়, বরং দুবাইয়ের উদ্ভাবন ও আর্কিটেকচারের একটি উজ্জ্বল নিদর্শন হবে। নির্মাতা প্রতিষ্ঠান আজিজি ডেভেলপমেন্টের চেয়ারম্যান মিরওয়াইস আজিজি এই টাওয়ারটিকে দুবাইয়ের অগ্রগতির প্রতীক হিসেবে তৈরি করার পরিকল্পনা করেছেন।

তথ্যসূত্র : খালিজ টাইমস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com