শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

দীর্ঘ অপেক্ষার পর আবার যখন রোমানিয়ার ভিসা দিচ্ছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
আপনাদের উপর নির্ভর করে পরবর্তী ইউরোপ স্বপ্নবাজদের ভবিষ্যৎ!
দয়া করে এই শ্রমবাজার টা কেউ নষ্ট করবেন না, স্বপ্নবাজদের স্বপ্নগুলো নষ্ট করবেন না, আস্তে আস্তে সকলের স্বপ্নগুলো পূরণ হোক!
রোমানিয়াতে আসুন ছয় মাস এক বছর স্ট্রে করুন! আপনি চেষ্টা করলে লিগ্যাল ভাবে ওয়ার্ক পারমিটে/ টুরিস্ট এ রোমানিয়া থেকে সেনজেনেও যেতে পারবেন! অবৈধ পথ বেছে নিবেন না, একটু ধৈর্য ধরুন সফলতা পাবেন!
রোমানিয়াতে এসে ৬/১২ মাস রোমানিয়াকে উপভোগ করুন, সৌন্দর্যে ভরপুর রোমানিয়া!এখানকার পাহাড় পর্বত গ্রাম শহর গুলোর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে!
অনেকেই বলতে পারেন ভাই কাজ না পেলে থাকবো কিভাবে?
আগে আপনি বলুন আপনি কি মাগনা আসতেছেন রোমানিয়া? এজেন্টকে টাকা দিবেন না? কিসের জন্য টাকা দেবেন? লিগ্যাল ভাবে বৈধ ভিসায় এসে কেন অবৈধ হবেন?
আর হ্যাঁ গেম দেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে গেম দিবেন ধরতে পারলে সোজা শ্বশুরবাড়ি পাঠিয়ে দিবে
এজেন্টের টাকা পরিশোধ করার আগে তার সাথে ভালোভাবে এগ্রিমেন্ট করুন স্ট্যাম্পে! আপনাকে রোমানিয়াতে পৌঁছে দেওয়া কোম্পানিতে কাজ দেওয়া এবং টিআরসি করে দেওয়া পর্যন্ত! যদি তার আপনাকে কাজ এবং টিআরসি করে না দিতে পারে, তাহলে পরে আইনি ব্যবস্থা নিতে পারবেন এমন ভাবে এগ্রিমেন্ট করেন ! আপনারা কেউ মাগনা বা চুরি করে রোমানিয়া আসতেছেন না, টাকা দিয়ে বৈধভাবে আসতেছেন!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com