1. [email protected] : চলো যাই : cholojaai.net
দা অলিভস হোটেল, ঢাকা
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্লাইট বদলের অপেক্ষাকে উপভোগ্য করে তুলুন চ্যাটজিপিটির পরামর্শে ফ্রান্সে স্থায়ী বসবাস মার্কিন নারীর দিচ্ছে স্থায়ীভাবে বসবাসের সুযোগ, আবেদন করবেন যেভাবে কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা স্থগিত কোনরকম পোশাক পরেন না এই গ্রামের বাসিন্দারা বস্টনে ভ্রাম্যমাণ পাসপোর্ট সেবাকে ঘিরে তীব্র বিতর্ক ও ক্ষোভ এবারও যুক্তরাষ্ট্রের ডিভি লটারির সুবিধা থেকে বঞ্চিত থাকছে বাংলাদেশ এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক ফিনল্যান্ড – যেখানে পড়াশোনা মানে শুধু ডিগ্রি নয়, এক অন্যরকম অভিজ্ঞতা নাছোড়বান্দা এক অভিবাসীর পাল্লায় পড়েছে যুক্তরাজ্য
Uncategorized

দা অলিভস হোটেল, ঢাকা

  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

ধরন : চার তারকা হোটেল

স্থান : হাউস ৩, রোড ১২৬, গুলশান ১, ঢাকা ১২১২

বিমানবন্দর থেকে মাত্র ১০ কিলোমিটার পথ অতিক্রম করে গুলশান ১ এর ১২৬ নং রোড, সেখানেই এই চার তারকা দা অলিভস হোটেলের অবস্থান। আবাসিক ও কূটনৈতিক এলাকা, আশেপাশের এলাকাতে বিভিন্ন দূতাবাসের অবস্থান যেনো গুলশানের ব্যস্ততা এর অংশ। আর এই ব্যস্ততা যেনো আরো বেড়ে উঠে এই এলাকাতে অবস্থিত হোটেল গুলোতে দেশ-বিদেশের অতিথিদের পদচারনায়। আর হোটেল কতৃপক্ষও হাসিমুখে সাদরে গ্রহণ করে নিচ্ছে এই অতিথিদের। দ্যা অলিভস ও এর বাইরে নয়। অন্যান্য হোটেলের মতো এখানেও আছে ফ্রন্ট ডেস্ক সার্ভিস, সুইমিংপুল, খাবার সরবারহ করতে আছে রেস্টরেন্ট, রুম সার্ভিসসহ আরো অনেক সেবা-পরিসেবা। দেখে নেয়া যাক হোটেল ব্যবস্থাপনায় কি কি থাকছে এই পর্যায়ে-

দ্যা অলিভস এর পরিষেবা সমূহ :

  • ফ্রি ওয়াইফাই
  • ফ্রি পার্কিং
  • সুইমিংপুল
  • স্পা ও ওয়েলনেস সেন্টার
  • ফিটনেস সেন্টার
  • টেরেস
  • বাগান
  • বা্র
  • স্ন্যাকস বার
  • বারবিকিউ
  • স্পেশাল ডায়েট মেন্যু
  • কিড মিলস
  • রুম ব্রেকফাস্ট
  • ওয়াইন/শ্যাম্পেইন
  • ফল
  • অন সাইট কফি হাউস
  • রেস্টুরেন্ট
  • প্রতিদিন হাউসকিপিং
  • লন্ড্রি, ইস্ত্রি, ড্রাই ক্লিনিং
  • বিজনেস সেন্টার
  • মিটিং, ব্যাঙ্গকুইট হল
  • ভি আই পি রুমের ব্যবস্থা
  • নন-স্মোকিং রুম
  • ব্রাইডাল স্যুইট
  • ২৪ ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস
  • ট্যুর ডেস্ক
  • টিকেট সার্ভিস
  • এক্সপ্রেস চেক ইন/চেক আউট
  • কারেন্সি এক্সচেঞ্জ
  • সেফটি ডিপোসিট বক্স
  • ধূমপানের জন্য ডিজাইনড এরিয়া
  • ভেন্ডিং মেশিন (পানীয়,স্ন্যাকস)
  • লিফট
  • গাড়ি ভাড়া নেয়ার ব্যবস্থা
  • শীতাতপ নিয়ন্ত্রিত
  • লকার
  • লাগেজ স্টোরেজ
  • পত্রিকা
  • লাইভ স্পোর্টস ইভেন্ট (ব্রডকাস্ট)
  • হ্যাপি আওয়ার
  • অন সাইট ওয়াটার স্পোর্টস সুবিধা
  • গলফ কোর্স
  • সাইক্লিং

বাংলার পাশাপাশি হোটেলে ব্যবহৃত ভাষা :

  • ইংরেজি
  • হিন্দি
  • আরবি

কিছু নির্দেশনা :

  • পোষ্য প্রানী গ্রহণযোগ্য নয়।
  • চেক ইনের জন্য নূন্যতম বয়স সীমা নেই।

swimming-pool the olives hotel

রয়েছে সুইমিংপুলের ব্যবস্থা। ছবি : ট্রিপ এডভাইজর

রেস্টুরেন্ট  কুইজিন :

  • দা অলিভস রেস্টুরেন্ট

কুইজিন :  আমেরিকান, এশিয়ান পরিবেশন পদ্ধতি : বুফে, আ লা কার্তে (খাদ্য তালিকা অনুসারে) সময়সূচি :  ব্রেকফাস্ট : ৬.৩০ -১০.৩০ টা সকাল লাঞ্চ : দুপুর ১২.৩০-৩.০০ টা পর্যন্ত ডিনার : সন্ধ্যা ৭.০০-১১.০০ টা পর্যন্ত

দা অলিভস এর রুমের ধরন গুলো এক নজরে :

  • ডিলাক্স রুম
  • ডিলাক্স স্যুইট
  • এক্সিকিউটিভ স্যুইট
  • প্রিমিয়াম স্যুইট

রাজধানীর বিভিন্ন স্থান থেকে হোটেলের দূরত্ব :

  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ কিলোমিটার।
  • বাংলাদেশ সচিবালয় থেকে ৪ দশমিক ৩ কিলোমিটার (সৈয়দ নজরুল ইসলাম সরণী দিয়ে)
  • জাতীয় সংসদ ভবন থেকে ৬ দশমিক ৫কিলোমিটার।
  • কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৮ দশমিক ৭ কিলোমিটার।
  • ভারতীয় হাই কমিশন থেকে দূরত্ব ৭০০ মিটার।
  • কাতার এ্যাম্বাসি থেকে  দূরত্ব ৯০০ মিটার।
  • সিঙ্গাপুর কনস্যুলেট ৭০০ মিটার দূরেই অবস্থিত।
  • কিভাবে যাবেন :
  • দ্যা অলিভস এ আছে গাড়ি পার্কিং করার সুবিধা। তাই নিজস্ব পরিবহন নিয়ে হোটেলে চলে আসতে পারেন।
  • এয়ারপোর্ট পিক আপ/ড্রপ অফ সার্ভিস আছে। হোটেল কতৃপক্ষের সাথে যোগাযোগ করে এই সার্ভিস নেয়া যাতে পারে।
  • শহরে সহজে যাতায়াত করার জন্য বর্তমানে আছে অনেক রাইড শেয়ারিং সার্ভিসের ব্যবস্থা। কম সময়ে সহজ যাতায়াত নিশ্চিত করতে এই সার্ভিসের জনপ্রিয়তা অনেক। তাই ইচ্ছে হলে নিতে পারেন এই ব্যবস্থাও।

যোগাযোগ :

মোবাইল : +৮৮০১৮৪৭-১৩২৮২২

ই-মেইল : [email protected]

ওয়েবসাইট : https://theolivesbd.com/

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com