থাইল্যান্ডের ভিজিট ভিসা

ভিসার জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন:

১। অরিজিনাল এম আর পি বা ই পাসপোর্ট (৬ মাসের ভেলিডিটি থাকতে হবে)।
২। সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি- ২ কপি (৩৫ এমএম৪৫ এম এম) ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং ম্যাট বা গেøাসি পেপারে হতে হবে।
৩। ব্যাঙ্ক স্টেটমেন্ট (৬ মাসের) ব্যাঙ্ক একাউন্টে মিনিমাম ব্যালেন্স ৬০,০০০ টাকা থাকতে হবে।
৪। ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট
৫। এন ও সি (চাকুরিজীবি হলে)
৬। ট্রেড লাইসেন্স নোটারাইজড এবং ট্রান্সলেটেড ইন ইংলিশ (ব্যবসায়ী হলে)
৭। কোম্পানির বø্যাঙ্ক প্যাড ২ কপি
৮। ভিজিটিং কার্ড -২টি
৯। অফিস আইডি কার্ড (ফটোকপি)
১০। লোকাল গ্যারান্টর নাম ঠিকানা এবং লোকেশন
১১। জি ও লেটার (সরকারি চাকুরিজীবি হলে)
১২। পূরনকৃত এবং স্বাক্ষরিত ভিসা আবেদন ফর্ম।

ফ্যামিলির স্ত্রী সন্তানদের ভিসার জন্য

১। অরিজিনাল এম আর পি পাসপোর্ট (৬ মাস ভেলিডিটি থাকতে হবে)
২। ছবি – ২ কপি
৩। স্টুডেন্ট আই ডি কার্ড (ছাত্র হলে)
৪। মেরিজ সার্টিফিকেট (নোটারাইজ্ড)

গ্রæপ ভিসার জন্য কোম্পানির ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট (নোটারাইজড হতে হবে) কোম্পানির ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেনসি সার্টিফিকেট।
একটি ট্রাভেল প্লান
টিকেট বুকিং এবং হোটেল বুকিং এর প্রমান।

থাই ভিসার জন্য ৪০০০ থেকে ৫০০০ টাকা খরচ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: