রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

তীব্র ঠান্ডা আর বরফে ঢাকা পড়বে নিউইয়র্ক, এ সপ্তাহেই তুষারপাত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

অ্যাকুওয়েদারের পূর্বাভাস বলছে, ২০২৩-২৪ মওসুমে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল মারাত্মক ঠান্ডা ও তুষারপাতে ভুগবে। সাধারণ শীত ও তুষারপাতের তুলনায় এবারের পরিস্থিতি অনেক বেশি ভোগান্তির হবে বলে ধারনা করা হচ্ছে। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এলনিনোর প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। গেলো সপ্তায় একটি সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাকুওয়েদার জানায়, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি নগর এই পরিস্থিতি মোকাবেলা করবে। তবে সর্বত্র পরিস্থিতি একই হবে না।

উত্তর-পূর্বাঞ্চলকে তুষারপাতের জন্য বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। একের পর এক তুষার ঝড়ে কাবু হয়ে পড়তে পারে জনপদগুলো। নভেম্বরেই প্রথম তুষারপাত হবে। আর পরের ঝাপটা আসবে ডিসেম্বরে। নতুন বছরে আসবে তৃতীয় ধাক্কা।

তুষারে ঢাকা পড়বে লেক ও জলাশয়গুলো। তবে গেলো বছর নিউইয়র্কের বাফেলোয় মারাত্মক তুষার পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো এবছর তেমনটা নাও হতে পারে বলেই ধারণা করছে অ্যাকু ওয়েদার।

এদিকে অপর পূর্বাভাসে বলা হয়েছে চলতি সপ্তাহেই তুষারপাত দেখতে পারে নিউইয়র্কবাসী। আবহাওয়া ক্রমেই ঠান্ডা হয়ে আসছে। বিকেলের দিকে ঠান্ডা বাড়ে আর রাতে তা আরও কমে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com