বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন
Uncategorized

তাজিকিস্তান

  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১

মধ্য এশিয়ার পর্বতময় স্থলবেষ্টিত দেশ তাজিকিস্তান প্রজাতন্ত্র। এর উত্তরে কিরগিজস্তান, উত্তরে ও পশ্চিমে উজবেকিস্তান, পূর্বে চীন এবং দক্ষিণে আফগানিস্তান। স্বায়ত্তশাসিত এলাকা গোর্নো-বাদাখশান তাজিকিস্তানের ৪৫ শতাংশ এলাকাজুড়ে অবস্থিত। তাজিকিস্তানের শাব্দিক অর্থ তাজিকদের আবাসস্থল। তাজিকিস্তানের পত্তন হয়েছিল খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে। তখন থেকে ভূখণ্ডটি বিভিন্ন সম্রাটের শাসনাধীনে ছিল। সপ্তম খ্রিস্টাব্দে আরবরা এ অঞ্চলে ইসলাম নিয়ে আসেন। সম্রাট সামানিড পরে আরবদের উচ্ছেদ করেন। তাজিকিস্তান সোভিয়েত ইউনিয়নের দখলে আসে ১৯২৯ সালে। ১৯৯১ সালে এটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার ঠিক পরপরই দেশটিতে সাম্যবাদী সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। ১৯৯৭ সালের জুন মাসে দুই পক্ষ একটি শান্তিচুক্তি করে। এরপর রাজনৈতিক স্থিতিশীলতা আসে।

তাজিকিস্তানের ৯০ শতাংশেরও বেশি এলাকা পর্বতময়। মধ্য এশিয়ার দরিদ্র রাষ্ট্রগুলোর অন্যতম এটি। অর্থনৈতিক খাতে ব্যাপক দুর্নীতি, সংস্কারের অভাব ও অব্যবস্থাপনাকেই এর জন্য দায়ী করা হয়। তবে সব কিছু ছাপিয়ে তাজিকদের যে বিষয়টি গর্ব করার মতো তা হলো, দেশটির ৯৯.৫ শতাংশ লোক লিখতে ও পড়তে পারে।

একনজরে

পুরো নাম : রিপাবলিক অব তাজিকিস্তান।

রাজধানী ও সবচেয়ে বড় শহর : দুশানবে।

দাপ্তরিক ভাষা : তাজিক।

উল্লেখযোগ্য জাতিগোষ্ঠী : তাজিক ৮৪.৩%, উজবেক ১৩.৮%, কিরগিজ .৮%।

সরকারপদ্ধতি : ইউনিটারি ডমিনেন্ট-পার্টি প্রেসিডেনশিয়াল কনস্টিটিউশনাল রিপাবলিক

প্রেসিডেন্ট : ইমোমালি রহমন।

আইনসভা : সুপ্রিম অ্যাসেম্বলি।

উচ্চকক্ষ : ন্যাশনাল অ্যাসেম্বলি।

নিম্নকক্ষ : অ্যাসেম্বলি অব রিপ্রেজেন্টেটিভস।

আয়তন : এক লাখ ৪৩ হাজার ১০০ বর্গকিলোমিটার।

জনসংখ্যা : ৮৭ লাখ ৩৫ হাজার।

ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ৪৮.৬ জন।

জিডিপি : মোট ২৭.৮০২ বিলিয়ন ডলার, মাথাপিছু : তিন হাজার ১৪৬ ডলার।

মুদ্রা : সোমোনি।

সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা : ৯ সেপ্টেম্বর ১৯৯১।

জাতিসংঘে যোগদান : ২ মার্চ ১৯৯২।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com