শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

তাইওয়ানে ফুলফ্রী স্কলারশিপ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪

তাইওয়ান সরকার বিদেশি শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। স্নাতকোত্তরের মেয়াদ দুই বছর। পিএইচডি প্রোগ্রাম তিন বছরের। এ বৃত্তির কেতাবি নাম ‘তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম’। বাংলাদেশসহ বিশ্বের যেকোনা দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম তাইওয়ান এবং বিদেশের তরুণ একাডেমিকদের শিক্ষিত করার জন্য প্রোগ্রাম। এ বৃত্তিতে পড়াশোনার মাধ্যম ইংরেজি।

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রামের সুযোগ-সুবিধা—
*পুরো টিউশন ফি
*বৃত্তি হিসেবে মাসে ২৮ হাজার তাইওয়ান ডলার (১৪ জানুয়ারি ১ তাইওয়ান ডলার ৩টাকা ৫৩ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় ৯৮ হাজার ৭০৩ টাকা)
*বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি প্রদান করবে
*যাতায়াতের বিমানভাড়া
*আবাসন সুবিধা
*স্বাস্থ্য বিমা।

যোগ্যতা—
*স্নাতকোত্তরের জন্য স্নাতক (বিজ্ঞানসম্পর্কিত বিষয়ে ডিগ্রিধারী হতে হবে)
*পিএইচডির জন্য স্নাতকোত্তর (বিজ্ঞানসম্পর্কিত বিষয়ে ডিগ্রিধারী হতে হবে)
*ইংরেজি ভাষার দক্ষ হতে হবে। (আইইএলটিএস/টোয়েফেল/স্যাট/জিআরই থাকতে হবে)
* যে প্রোগ্রামে আবেদন করবেন, সেই প্রোগ্রামের অন্য শর্তাবলি পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথি—
*আবেদনকারীর পাসপোর্ট
*ছবি
*জীবনবৃত্তান্ত
*একাডেমিক পেপারস (সনদ এবং ট্রান্সক্রিপ্ট)
*তিনটি রেফারেন্স লেটার
*আবেদনকারীর সিভি
*ইংরেজী ভাষাদক্ষতার সনদ (আইইএলটিএস/টোয়েফেল/স্যাট/জিআরই/মিডিয়াম অব ইন্সট্রাকশন)
*একাডেমিক থেসিস পেপার (পিএইচডি)
* রিসার্চ প্রপোজাল (পিএইচডি)
*স্টেটমেন্ট অব পারপাস।
*অন্য কাগজপত্র (যদি থাকে)।
**আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com