রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন
Uncategorized

ঢাকা মিড টাউন হোটেল

  • আপডেট সময় বুধবার, ১২ মে, ২০২১

বিদেশ থেকে আগত অতিথিদের এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত অতিথিদের উন্নত আবাসিক সুবিধা প্রদানের ব্যবস্থা করে থাকে এই রেস্ট হাউজটি। এটি একটি বেসরকারী হোটেল। এটি ১৯৯০ ইং সালে গুলশানে প্রতিষ্ঠিত হয়। রেস্ট হাউজটির নাম “ঢাকা মিড টাউন হোটেল”।

লোকেশন

গুলশান ১ নম্বর গোল চক্কর থেকে ১৫০ গজ পশ্চিম দিকে রোড নাম্বার ৪৩০ এর মধ্যে অবস্থিত।

ফ্লোর

মোট ৪ টি ফ্লোর রয়েছে। প্রতি ফ্লোরে ৬ টি করে রুম আছে। সিঙ্গেল, ডাবল দুই ধরনের রুম আছে। সিঙ্গেল রুমের ভাড়া ২,০০০ টাকা এবং ডাবল রুমের ভাড়া ২,৫০০ টাকা। সকল রুম শীতাতপ নিয়ন্ত্রিত। সেন্ট্রাল এসির ব্যবস্থা রয়েছে। বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের মাধ্যমে এসি চলে না। হোটেলের রুম ভাড়ার তালিকা হলো-

Room Type Economy Deluxe

Single Room

$ 30

$ 40

Double Room

$ 36

$ 50

Sutie

$ 55

$ 65

Mid Town Suite $70 Group Rates Available.

অনুসন্ধান ডেস্ক

অনুসন্ধান ডেস্ক হোটেলে প্রবেশ করতেই সামনে। ডেস্কে সার্বক্ষনিক ১ জন থাকে। যোগাযোগ নম্বর- ৯৮৮০৪৩৭, ৯৮৮০৯৫৯

  • রুম সার্ভিস (ফুড এন্ড বেভারেজ) নেই। এখানে শুধু থাকা যায়। খাওয়ার কোন ব্যবস্থা নেই।
  • জিম, সুইমিংপুল, হেলথ ক্লাব, ইনডোর/ আউটডোর গেমস সুবিধা নেই। কমনরুম নেই। স্কোয়াশ, টেনিস ইত্যাদির ব্যবস্থা নেই।
  • বিদ্যুৎ ব্যবস্থা- নিজস্ব জেনারেটর আছে।
  • বিশেষ কোন সুযোগ-সুবিধা পাওয়া যায় না।
  • রুম বুকিং দেওয়ার নিয়ম হচ্ছে ফোনে অথবা সরাসরি বুকিং দেওয়া যায়। ১ দিন পূর্বে বুকিং দিলেই হয় এবং বুকিং সময় ৫০% দিলেই হয়, না দিলেও হয়। বিদেশীদের ক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি দিলেই হয়।
  • সব সময় একই রকম ব্যবস্থা থাকে।
  • ফরেন মানি এক্সচেঞ্জের ব্যবস্থা নেই।
  • বিল পরিশোধের পদ্ধতি ক্যাশ টাকা।
  • এয়ারপোর্ট থেকে আনা নেওয়ার জন্য কোন সার্ভিস ব্যবস্থা নেই।
  • রেন্ট-এ-কার কোম্পানীর গাড়ি ২৪ ঘন্টার জন্য ভাড়া করা যায়। ভাড়ার হার দূরত্ব ও সময়ের উপর নির্ভর করে।
  • বোর্ডারদের যাতায়াতের জন্য নিজস্ব কোন পরিবহন ব্যবস্থা নেই। বোর্ডার চাইলে রেন্ট-এ-কার কোম্পানীর ব্যবস্থা করে দেওয়া যায়।
  • এই বিল্ডিং-এ ফায়ার এক্সিট ব্যবস্থা আছে তবে তা ফ্লোর ভিত্তিক নয়। এই হোটেলে লিফট নেই।
  • বাইরে কোথাও বেড়াতে গেলে নিজস্ব গাইড সরবরাহের ব্যবস্থা নেই।
  • ভিআইপিদের জন্য বিশেষ কোন ব্যবস্থা নেই। বোর্ডারদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেই।
  • এই প্রতিষ্ঠানের সবচেয়ে নিকটবর্তী ব্যাংকের বুথ হল সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক এর বুথ।

কনফারেন্স রূম

এটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, মিটিং, বিয়ে, বিবাহ বার্ষিকী, জন্মদিনের অনুষ্ঠান ইত্যাদি হয়ে থাকে। এর ধারণক্ষমতা ২৬০ জন থেকে ৩৫০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com