শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
Uncategorized

ঢাকা দুবাই রুটে বাড়ছে এমিরেটসের ফ্লাইট

  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১

করোনা পরিস্তিতি এখন স্বাভাবিকের দিকে চলে আসায়  ঢাকা-দুবাই রুটে এমিরেটসের ফ্লাইট বাড়ছে। ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হচ্ছে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর। ইকে ৫৮৩ ফ্লাইটটি সকাল ১০টায় ঢাকা ছেড়ে দুপুর ১টায় দুবাই পৌঁছায়। ওয়েবসাইট কিংবা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট বুক করা যাবে।

এমিরেটস জানায়, গ্রাহক ও স্টাফদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সর্বাধিক প্রাধান্য দিয়ে এমিরেটস ক্রমান্বয়ে তার বৈশ্বিক নেটওয়ার্ক বিস্তার করে চলেছে।  যাত্রী ও কর্মীদের নিরাপত্তার জন্য এমিরেটস যাত্রীদের সৌজন্যমূলকভাবে হাইজিন কিট দিচ্ছে। এর মধ্যে রয়েছে মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও এন্টিব্যাক্টেরিয়াল ওয়াইপস।  করোনা মহামারির মাঝেও আন্তর্জাতিক ব্যবসা এবং ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে দুবাই।

গতকাল, বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের ঢাকা টু দুবাই রুটের বিজনেস ক্লাসের এক যাত্রী  তার ফেসবুক স্ট্যাটাসে  লিখেছেন এক বছর পর আকাশে। প্রিয় এমিরেটস এয়ারলাইনে। নানা সতর্কতায় এ যাত্রা ভিন্ন অনুভুতির।

বদলে যাচ্ছে দুবাই। স্বাভাবিক হচ্ছে উড়োজাহাজ গুলোর ফ্লাইট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com