৬০ লাখ লোকের ছোট্ট দেশ ডেনমার্ক৷ স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটিতে চাকরির নিয়ে অভিবাসী হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ৷ গত কয়েক বছর ধরে চাকরি নিয়ে দেশটিতে পাড়ি জমানো বিদেশির সংখ্যা বাড়ছে৷
ডেনমার্কের পরিসংখ্যান বিভাগ থেকে বলা হয়, ২০২২ সালে মোট ৩১ হাজার ছয়শ জন বিদেশি চাকরি নিয়ে এই দেশটিতে পাড়ি জমিয়েছেন৷ পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে চাকরি নিয়ে আসা এই অভিবাসীর সংখ্যা তার আগের বছরের অর্থাৎ ২০২১ সালের তুলনায় শতকরা ২৪ ভাগ বেশি৷
শুধু তাই নয়, ২০২২ সালে আসা অভিবাসীর এই সংখ্যা ১৯৯৭ সালের পর সর্বোচ্চ বলে জানা গেছে৷
এদিকে ২০২২ সালে আসা এসকল অভিবাসীদের তালিকায় শীর্ষে রয়েছেন পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ার নাগরিকেরা ৷ মোট ছয় হাজার রোমানিয়ান ২০২২ সালে চাকরি নিয়ে ডেনমার্কে পাড়ি জমিয়েছেন যা সেই বছরের চাকরি নিয়ে দেশটিতে পাড়ি জমানো মোট অভিবাসীর শতকরা ১৯ ভাগ৷
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পোল্যান্ড থেকে পাড়ি জমানো অভিবাসীরা৷ মোট তিন হাজার সাতশ জন পোলিশ ২০২২ সালে চাকরির নিয়ে ডেনমার্কে পাড়ি জমিয়েছেন৷
সরকারের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২২ সালে চাকরি নিয়ে ডেনমার্কে যাওয়া অভিবাসীদের মধ্যে ভারতীয়ের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে৷ গত বছর মোট ২৮শ ভারতীয় চাকরির নিয়ে ডেনমার্কে পাড়ি জমিয়েছেন৷ এই সংখ্যা ২০২১ সালের তুলনায় শতকরা ৭৩ ভাগ বেশি বলে সরকারের পরিসংখ্যানে বলা হয়৷
তাছাড়া পর্তুগাল, ইটালি, লিথুয়ানিয়া, স্পেন, জার্মানিসহ ইউরোপ ও বিশ্বের অন্য অনেক দেশ থেকেই চাকরির ভিসা নিয়ে দ্য
শেঙেন ভিসা ইনফোডটকম