শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
Uncategorized

ডি মারিয়ার গোলে ২৮ বছর পর শিরোপা জিতলো আর্জেন্টিনা

  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১

দীর্ঘ ২৮ বছরের শিরোপা আক্ষেপ গুছিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার ১৫তম শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তারা। এরই মধ্য দিয়ে ক্যারিয়ারে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জিতেছেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। আজ রোববার সকালে ৬টায় রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

শুরু সমান তালে খেলতে থাকে উভয়ই। ১৩তম মিনিটের মাথায় দারুণ এক আক্রমণ সাজায় ব্রাজিল। তবে আর্জেন্টিনার ডিফেন্ডারদের বাধা শট নিতে ব্যর্থ হন নেইমার-রিচার্লিসনরা। ২২তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বাঁ পায়ে দারুণ এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ডি মারিয়া। ২০০৪ সালে সিজার ডিলগাডোর পর ডি মারিয়া প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে কোপা আমেরিকার ফাইনালে গোল করলেন।

এগিয়ে গিয়ে আরও দুর্দান্ত হয়ে উঠে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ বাড়া তারা। বিপরীতে বেশ কয়েকবার সুযোগ তৈরি করে গোলমুখে বল রাখতে পারেনি স্বাগতিকরা। পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।বিরতির সাত মিনিট পর সমতায় ফিরতে পারতো ব্রাজিল। তবে অফসাইডে থাকায় রিচার্লিসনের গোলটি বাতিল করেন রেফারি। দু’মিনিট পরই রিচার্লসনের আরও একটি শট ফিরিয়ে দলকে বিপদমুক্ত করেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ।

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠে। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে ব্রাজিল। তবে আর্জেন্টিনার জমাট রক্ষণ কিছুতেই ভেদ করে পারেনি স্বাগতিকরা। ৮৭তম মিনিটে গাব্রিয়েল বার্বোসার দুর্দান্ত শট ফিরিয়ে দেন মার্টিনেজ। এতেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com