শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

ট্রাভেলেটস অব বাংলাদেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

ট্রাভেলেটস অব বাংলাদেশ একটি প্ল্যাটফর্মের নাম। যে প্ল্যাটফর্ম স্বপ্ন দেখায় হাজারো মেয়ে কে দেশ ভ্রমণের, বিশ^ভ্রমণের। যারা এক সময় স্বপ্ন দেখতে কোন পাহাড়েরর চূাড়ায় দাঁড়িয়ে সুর্যোদয় কিংবা সমুদ্রপাড়ে সূর্যাস্ত দেখার, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে যে সংগঠন তার নাম ট্রাভেলেটস অব বাংলাদেশ। হাজারো মেয়ের স্বপ্নপূরণের প্রত্যাশায় ২৭ শে নভেম্বর ২০১৬ তারিখে যাত্রা শুরু করে এ সংগঠন। যার বর্তমান সদস্য সংখ্যা ২৫ হাজার মেয়ে। নরসিংদীতে একদল মেয়ে একসাথে ঘুরতে যাওয়া থেকে শুরু, এরপর থেকে থেমে নেই পথচলা।

পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার থেকে শুরু করে দেশের দ্বিতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ কেওক্রাডং এর মত দুর্গম জায়গাতেও ঘটেছে ভ্রমণকন্যাদের মুখর পদচারণা।আলোকচিত্র প্রদর্শনী: ট্রাভেলেটস অব বাংলাদেশ (ভ্রমণকন্যা) ৩০ মার্চ ২০১৭ থেকে ০১ এপ্রিল ২০১৭ পর্যন্ত আয়োজন করেছিল তিনদিনব্যাপী এক বর্ণাট্য আলোকচিত্র প্রদর্শনীর। সংগঠন প্রতিষ্ঠার নেপথ্যে ছিল একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন। উদ্দেশ্য দেশের ও দেশের বাইরের ভ্রমনকে উৎসাহিত করা ও দেশের বিভিন্ন এলাকার ভ্রমনপিপাসু মানুষদের সংগঠিত করা। সেই পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ শিল্পকলা একাডেমির তীয় চিত্রশালা তে ট্রাভেলেটস অব বাংলাদেশ আয়োজন করে মেলার।

নারীর চোখে বাংলাদেশ: ভ্রমনে মেয়েদের উৎসাহী করার পাশাপাশি ট্রাভেলেটস অব বাংলাদেশ এর ‘নারীর চোখে বাংলাদেশ’ নামে একটি প্রজেক্ট চলমান রয়েছে। ‘কর্ণফুলী প্রেজেন্টস নারীর চোখে বাংলাদেশ’ প্রজেক্টটিতে দুটি স্কুটিতে করে ৪ জন নারী ভ্রমন করছে বাংলাদেশের ৬৪টি জেলা, প্রতিটি জেলার একটি করে স্কুলে তারা মেয়ে শিশুদের সাথে আলোচনা করছে বয়ঃসন্ধিকালীন শারীরিক সমস্যা, আত্মরক্ষা নিয়ে জানাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। উল্লেখ্য যে, ইতোমধ্যে ৩৩টি জেলায় কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

টুরসমূহ: নরসিংদীতে ১৯ জন মেয়ে নিয়ে ট্রাভেলেটস অব বাংলাদেশ এর প্রথম ট্যুর অনুষ্ঠিত হয়। এরপর থেমে থাকেনি পথচলা। একটি দুটি করে ট্রাভেলেটস অব বাংলাদেশ এর ব্যানারে এখন পর্যন্তট্যুর হয়েছে ৪১ টি।এরমধ্যে উল্লেখ্যযোগ্য ছিল মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে ১০০ জনকে নিয়ে ডে ট্যুর। এছাড়াও সিলেটে তিনদিনের ট্যুরে গিয়েছিল ৫১ জন ভ্রমণকন্যা। কেওক্রাডং, নাফাখুম, হামহামের মত দুর্গম জায়গাগুলোতে ট্রাভেলেটস
অব বাংলাদেশ আয়োজন করেছিল শুধুমাত্র মেয়েদের ট্যুর।

ভ্রমণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে বিশ^াস করে ট্রাভেলেটস অব বাংলাদেশ। ছেলেদের পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে মেয়েদের এগিয়ে আসায় উৎসাহ দিতে ও নিরাপদ একটি প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। শুভ হোক এর পথচলা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com