1. [email protected] : চলো যাই : cholojaai.net
ট্রানজিট যাত্রীরাও ক্ষতিগ্রস্ত? আঞ্চলিক উত্তেজনায় এমিরেটস ফ্লাইট বাতিলের মেয়াদ বাড়াল
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

ট্রানজিট যাত্রীরাও ক্ষতিগ্রস্ত? আঞ্চলিক উত্তেজনায় এমিরেটস ফ্লাইট বাতিলের মেয়াদ বাড়াল

  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ ও আকাশসীমা-সংক্রান্ত বিধিনিষেধের প্রেক্ষিতে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস বেশ কয়েকটি গন্তব্যে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে।

বিমান সংস্থা জানিয়েছে, জর্ডানের আম্মান ও লেবাননের বৈরুতের উদ্দেশ্যে ফ্লাইট রবিবার, ২২ জুন পর্যন্ত স্থগিত থাকবে।
এছাড়া ইরানের তেহরান এবং ইরাকের বাগদাদ ও বসরার ফ্লাইট সোমবার, ৩০ জুন পর্যন্ত স্থগিত থাকবে।

ট্রানজিট যাত্রীরা কী ক্ষতিগ্রস্ত?
এমিরেটসের ওয়েবসাইটে জানানো হয়েছে, যারা দুবাই হয়ে এসব স্থগিত গন্তব্যে ফ্লাইদুবাই বা অন্যান্য সংযোগ ফ্লাইটে ভ্রমণ করার কথা ছিল, তাদের আপাতত যাত্রার অনুমতি দেওয়া হচ্ছে না। অর্থাৎ, তারা যাত্রা শুরুর মূল দেশ থেকেই রওনা দিতে পারবেন না বা ফ্লাইটে নেওয়া হবে না।

পুনঃবুকিং ও ফ্লাইট তথ্য
বাতিলকৃত ফ্লাইটের যাত্রীদের তাদের ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে পুনঃবুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে।
যারা সরাসরি এমিরেটসের ওয়েবসাইট বা অ্যাপে বুকিং করেছেন, তারা www.emirates.com-এ গিয়ে “Manage your booking” বিভাগে গিয়ে ফ্লাইটের সর্বশেষ তথ্য ও যোগাযোগের তথ্য আপডেট করতে পারবেন।

এমিরেটস যাত্রীদের যে কোনো ধরনের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, যাত্রী, ক্রু এবং বিমান পরিচালনার নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

ইসরায়েল ও ইরানের মধ্যে টানা তৃতীয় দিনের মতো গোলাবিনিময় ও সামরিক সংঘর্ষ চলায় পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। ইরানি হামলায় ইসরায়েলে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে, আর ইসরায়েলের পাল্টা হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়ছে। এমন টানা উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের অনেক দেশের আকাশসীমা বন্ধ রাখা হয়েছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বিমান চলাচলে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com