1. [email protected] : চলো যাই : cholojaai.net
টেম্পোরারী গ্র্যাজুয়েট ভিসায় পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ পাবে ৪ বছর
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
Uncategorized

টেম্পোরারী গ্র্যাজুয়েট ভিসায় পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ পাবে ৪ বছর

  • আপডেট সময় সোমবার, ৩১ মে, ২০২১

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ দিতে টেম্পোরারী গ্র্যাজুয়েট ভিসা (সাবক্লাস ৪৮৫) চালু করা হয়েছে। এই ভিসাপ্রার্থীর বয়স ৫০-এর নীচে হতে হবে।  পড়াশোনা শেষে শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় অস্থায়ীভাবে পরিবার নিয়ে থাকা ও কাজের সুযোগ

ভিসার মেয়াদ স্ট্রিম ভেদে ১৮ মাস থেকে ৪ বছর পর্যন্ত ।  টেম্পোরারী গ্র্যাজুয়েট ভিসা (সাবক্লাস ৪৮৫) -এর অধীনে দুটো ভিসা স্ট্রিম আছে – গ্র্যাজুয়েট ওয়ার্ক স্ট্রিম এবং পোস্ট স্টাডি ওয়ার্ক স্ট্রিম।

উভয় স্ট্রিমের জন্য আবেদনের যোগ্যতা হচ্ছে প্রার্থীর বয়স পঞ্চাশের নীচে থাকতে হবে, গত ৬ মাসের মধ্যে স্টুডেন্ট ভিসা থাকতে হবে, CRICOS রেজিস্টার্ড কোর্সের ভেতরে কোন কোয়ালিফিকেশন থাকতে হবে, তাকে দুটোর মধ্যে একটা স্ট্রিম বেছে নিতে হবে – (আবেদনের পর ভিসা পরিবর্তন সম্ভব নয়), আবেদনের সাথে নির্দিষ্ট প্রমান দাখিল করতে হবে।

গ্র্যাজুয়েট ওয়ার্ক স্ট্রিম (সাবক্লাস ৪৮৫)

এই ভিসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে যারা সাম্প্রতিক সময়ে কোয়ালিফিকেশন অর্জন করেছেন এবং সেটি অস্ট্রেলিয়ার প্রয়োজনীয় স্পেসিফিক পেশার তালিকায় থাকতে হবে।  এই ভিসা প্রার্থীকে অস্ট্রেলিয়ায় অস্থায়ীভাবে থাকতে, পড়াশোনা করতে এবং কাজ করার অনুমতি দেবে।

যারা কোভিড ১৯-এর কারণে ভ্রমণ বিধিনিষেধের আওতায় পড়েছেন তারা টেম্পোরারী গ্র্যাজুয়েট ভিসা অউটসাইড অস্ট্রেলিয়া-এই স্ট্রিমটিতে আবেদন করতে পারেন। তবে আবেদনের জন্য গত ১২ মাস আগে তার স্টুডেন্ট ভিসা ছিল এমন শর্ত রয়েছে।

আবেদনের জন্য প্রার্থীর কোয়ালিফিকেশন স্কীলড অকুপেশন লিস্টের সাথে সংশ্লিষ্ট হতে হবে।

এ ভিসাটি পরিবার নিয়ে থাকা এবং কাজ করার অনুমোদন দেবে।

এই ভিসা আবেদনকারীকে সাধারণত ১৮ মাস পর্যন্ত থাকার অনুমোদন দেয়, তবে হংকংয়ের পাসপোর্টধারীর ৫ বছর পর্যন্ত থাকতে পারবে।

এই ভিসার আবেদন ফী ১৬৫০ অস্ট্রেলিয়ান ডলার এবং ভিসা প্রক্রিয়ার শেষ হতে ৬ থেকে ৭ মাস সময় নেয়।

পোস্ট স্টাডি ওয়ার্ক স্ট্রিম (সাবক্লাস ৪৮৫)

এই ভিসার আবেদনের শর্ত তুলনামূলকভাবে সহজ।  আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে যারা সম্প্রতি কোন অস্ট্রেলিয়ান শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করেছেন তারা এতে আবেদন করতে পারবেন।  তারা অস্ট্রেলিয়ায় অস্থায়ীভাবে থাকতে, পড়াশোনা করতে এবং কাজ করতে পারবেন।

যারা কোভিড ১৯-এর কারণে ভ্রমণ বিধিনিষেধের আওতায় পড়েছেন তারা টেম্পোরারী গ্র্যাজুয়েট ভিসা অউটসাইড অস্ট্রেলিয়া-এই স্ট্রিমটিতে আবেদন করতে পারেন। তবে আবেদনের জন্য গত ১২ মাস আগে তার স্টুডেন্ট ভিসা ছিল এমন শর্ত রয়েছে।

এ ভিসাটি পরিবার নিয়ে থাকা এবং কাজ করার অনুমোদন দেবে।

আবেদনের জন্য CRICOS রেজিস্টার্ড কোর্সের ভেতরে কোন কোয়ালিফিকেশন থাকতে হবে

এই ভিসা আবেদনকারীকে সাধারণত ২ বছর থেকে ৪ বছর পর্যন্ত থাকার অনুমোদন দেয়, তবে হং কংয়ের পাসপোর্টধারীর ৫ বছর পর্যন্ত থাকতে পারবে।

এই ভিসার আবেদন ফী ১৬৫০ অস্ট্রেলিয়ান ডলার এবং ভিসা প্রক্রিয়ার শেষ হতে ৩ থেকে ৫ মাস সময় নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com