শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

টিকটকার কিলি পল ও নিমা পলের নাচে উত্তাল নেটদুনিয়া

  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০২৩

লোক সংস্কৃতির ম্যাজিকে পূর্ণ একটি গান ‘দেওরা’। কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে নতুন আয়োজনে গানটি প্রকাশের পর থেকেই সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। চলতে-ফিরতে অনেকের কণ্ঠেই ‘দেওরা’ গানটি শোনা যাচ্ছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিলস এবং টিকটক ভিডিওতেও গানটির সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন তরুণ-তরুণীরা।

‘দেওরা’ গানের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে সূদূর তানজানিয়ায়। সোশ্যাল মিডিয়া সেনসেশন কিলি পল ‘দেওরা’ গানের সঙ্গে নেচে একটি ভিডিও পোস্ট করেছেন। বরাবরের মতোই সঙ্গে ছিলো তার বোন নিমা পল। ইতোমধ্যে তাদের নাচের ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

এর আগেও ভারতীয় বেশ কিছু জনপ্রিয় গানের সঙ্গে নেচে ভিডিও পোস্ট করেছিলেন তানজানিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দুই ভাইবোন। সেই তালিকায় ছিলো বীরভূমের ভুবন বাদ্যকরের গাওয়া সেই ভাইরাল ‘কাঁচা বাদাম’ গানটিও।

কিলির সাবলীল নাচের ভঙ্গি সহজেই দর্শকদের নজর কাড়ে। ফলে তার কোনো কনটেন্টগুলো অন্তর্জালে প্রকাশ পাওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়। কিলির সবচেয়ে বেশি দেখা কনটেন্টগুলোর মধ্যে একটি এই ‘দেওরা’।

‘দেওরা’ গানটিতে ‘সারি গান,’ ‘জাগ গান’-এর মতো লোকসংগীতের বিভিন্ন ধারা ব্যবহার করা হয়েছে। নতুন আবেশে গানটির কথা লিখেছেন ফজলু মাঝি এবং প্রীতম হাসান। তাদের কথায় যেমন মাঝিদের আবেগ দারুণভাবে ফুটে উঠেছে, ঠিক তেমনি ইসলাম উদ্দিন পালাকারের অনবদ্য পারফরমেন্স গানটিতে বাড়তি মাত্রা যোগ করেছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com