নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। বৃত্তিটির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা আংশিক টিউশন ফিসহ থাকা, খাওয়া, যাতায়াত ও স্বাস্থ্য খরচসহ নানা সুযোগ-সুবিধা পাবেন। আবেদনের শেষ সময় আগামী বছরের ৩১ জানুয়ারি।
‘রাডবউড স্কলারশিপ’ বিশ্বের সর্বোচ্চ ৩৭ জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হবে, যারা শিক্ষাজীবনে ভালো ফলাফল করেছে। রাডবউড বিশ্ববিদ্যালয়টি নেদাল্যান্ডের নিজমেগেন এলাকায় ১৯২৩ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়।
এ বিশ্ববিদ্যালয়টি বিশ্বে কিউএস র্যাংকিংয়ে ২২০তম স্থানে রয়েছে। এর সাতটি অনুষদ রয়েছে, যা ৫০ টিরও বেশি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম পরিচালনা করে থাকে।
* আংশিক টিউশন ফি মওকুফ করা হবে
* বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ
* আবাসন সুবিধা প্রদান দেবে
* স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করবে
যোগ্যতা
* ইইএভুক্ত দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না
* একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে
* শিক্ষার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না
* বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে
* ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস পরীক্ষায় অন্তত ৬.৫ তুলতে হবে
প্রয়োজনীয় নথিপত্র
* আবেদনকারীর সিভি
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট
* স্টেটমেন্ট অব পারপাজ
* রিসার্চ প্রপোজাল
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে।
আবেদন করতে ও বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন