শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

ঝুঁকির মুখে ভেনিস: ইউনেস্কো

  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

ভেনিসকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করার সুপারিশ করেছে ইউনেস্কো। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার একটি প্রতিবেদন অনুসারে, আইকনিক ইতালীয় শহরটি গণপর্যটন, অতিরিক্ত উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা থেকে অপূরণীয় ক্ষতির ঝুঁকিতে রয়েছে।

সংস্থাটির লক্ষ্য, ভবিষ্যতের জন্য স্থানটিকে আরও ভালোভাবে সংরক্ষণে উৎসাহিত করা। এর প্রতিক্রিয়ায় ভেনিস পৌরসভার একজন মুখপাত্র বলেছেন, তারা প্রস্তাবটি সাবধানে বিবেচনা করবে।

সংস্থাটির প্রতিবেদন অনুসারে, ইতালির সবচেয়ে মনোরম শহরগুলোর একটি ঝুঁকির মুখোমুখি হলেও এটি সমাধানে কৌশলগত দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে। যার জন্য ইতালীয় কর্তৃপক্ষকে দায়ী করা হয়েছে। এটি শহরটির কর্তৃপক্ষের জন্যও একটি ধাক্কা। তাদের বিরুদ্ধে ঐতিহাসিক শহর ও পার্শ্ববর্তী উপহৃদ রক্ষায় ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে। তবে ভেনিসের সাবেক মেয়র ম্যাসিমো ক্যাকিয়ারি আন্তর্জাতিক ঐতিহ্য সংস্থাকে ‘পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ও অকেজো প্রতিষ্ঠানগুলোর একটি’ বলে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ইউনেস্কো উপযুক্ত পর্যালোচনা ছাড়াই রায় এবং সব দিকেই মতামত দেয়। তারা পরিবর্তন করার জন্য কোনো তহবিল দেয় না। তারা যা পারে তা হলো শুধু সমালোচনা। বিষয়টি এমন– যেন ভেনিসকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হতে ইউনেস্কোর প্রয়োজন! আমাদের কথার বদলে বরং বেশি পদক্ষেপ দরকার।

এ বছর ঝুঁকিপূর্ণ তালিকায় রাখার জন্য সুপারিশ করা অন্য স্থানগুলোর মধ্যে রয়েছে– ইউক্রেনের কিয়েভ ও লাভিভ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের বিশেষজ্ঞরা সংস্থাটির ১ হাজার ১৫৭টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অবস্থা নিয়মিত পর্যালোচনা করে। সেপ্টেম্বরে সৌদি আরবের রিয়াদে একটি সভায় ২১ ইউনেস্কো সদস্য রাষ্ট্রের একটি কমিটি কোন স্থানকে ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করতে হবে– তা নিয়ে সিদ্ধান্ত নেবে।

রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com