বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

জীবন বীমা করপোরেশনে চাকরি

  • আপডেট সময় শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

রাষ্ট্রীয় জীবনবিমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন কর্মকর্তা নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে অর্থ ও হিসাব বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি পাঠাতে হবে। পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি (এসিএ) পরীক্ষায় অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউটেন্সি (এসিএমএ) পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৪০ বছর। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৭০০ টাকা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের ডাকযো

গে/কুরিয়ার সার্ভিস/সরাসরি পাঠাতে হবে। আবেদনপত্রে পূর্ণ নাম (বাংলা ও ইংরেজিতে), পিতা/স্বামীর নাম (বিবাহিত নারীদের ক্ষেত্রে পিতা ও স্বামী উভয়ের নাম), মাতার নাম, স্থায়ী ঠিকানা (বিবাহিত নারীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা), বর্তমান ঠিকানা (পত্র যোগাযোগের ঠিকানা), জন্মতারিখ, বয়স (২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি), জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতার বিবরণ (পরীক্ষার নাম, প্রাপ্ত বিভাগ/শ্রেণি/গ্রেড, পাসের সাল, বোর্ড/বিশ্ববিদ্যাল য়), অভিজ্ঞতা এবং ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর, তারিখ, ইস্যুকারী ব্যাংক ও শাখার নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত ছবি; শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি; নিজ জেলার সমর্থনে নাগরিকত্বের সনদপত্র (ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান/সিটি করপোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড কমিশনার কর্তৃক ইস্যুকৃত); বিবাহিত নারীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানায় নাগরিকত্বের সনদ দাখিল করতে হবে; প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র; অমেয়াদি কোর্স উল্লেখ না থাকে, তবে অর্জিত ডিগ্রি চার বছর মর্মে বিভাগীয় প্রধান/পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্টার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় তাঁর অর্জিত স্নাতক ডিগ্রি তিন বছরের সমতুল্য হিসেবে গণ্য করা হবে। বিদেশ থেকে স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে সাধারণ বিষয়ে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সমমানের সনদ সংগ্রহ করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। খামের ওপরে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এ পদে আগে আবেদন করে থাকলে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আরও পড়ুন বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানিতে চাকরির সুযোগ বাংলাদেশ-

চায়না পাওয়ার কোম্পানিতে চাকরির সুযোগ আবেদন ফি যেকোনো শিডিউল ব্যাংক থেকে জীবন বীমা করপোরেশনের অনুকূলে ১ হাজার ৫০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার (চ.দা.), প্রশাসন বিভাগ (অষ্টম তলা), জীবন বীমা করপোরেশন, প্রধান কার্যালয়, ২৪ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৩। জীবন বীমা করপোরেশনে চাকরি, বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৭০০

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com