কে-পপ ব্যান্ড দল বিটিএসের অন্যতম সদস্য জিমিন যুক্তরাষ্ট্রের বিলবোর্ডে ইতিহাস গড়েছেন। দলের অন্যসব সদস্যও একক ক্যারিয়ারে পা বাড়ালেও এখন পর্যন্ত জিমিনের মতো সাফল্য ছুঁতে পারেনি কেউই।
মঙ্গলবার সিএনএন যুক্তরাষ্ট্রের সংগীত বিষয়ক সাময়িকী বিলবোর্ডের বরাতে জানায়, জিমিনের গাওয়া ‘লাইক ক্রেজি’ গানটি মুক্তি পাওয়ার পরপরই এই সপ্তাহে বিলবোর্ডের ‘হট ১০০’ চার্টের এক নম্বর স্থানটি দখল করেছে। এর মধ্যদিয়ে দক্ষিণ কোরিয়ার একক সংগীতশিল্পী হিসেবে প্রথমবার বিলবোর্ডে শীর্ষস্থান অর্জনের ইতিহাস সৃষ্টি করলেন জিমিন।
বিলবোর্ড জানায়, ‘লাইক ক্রেজি’র পাঁচটি ভার্সন মুক্তি দেওয়া হয়েছে এবং এর মধ্যদিয়ে দ্রæত ভক্ত-শ্রোতাদের মনোযোগ কেড়ে নিয়েছে গানটি। জিমিনের নতুন এই গানটি এরই মধ্যে ২ লাখ ৫৪ হাজার বার ডাউনলোড করা হয়েছে এবং সিডি সিংগেল হিসেবে বিক্রি বিবেচনায় নিলে এটা এক কোটি বার স্ট্রিমিং করা হয়েছে। এছাড়া রেডিও এয়ারপ্লে শ্রোতারা প্রথম সপ্তাহে ৬৪ হাজার বার এই গান শুনেছেন।
সিএনএন জানায়, গ্র্যামি মনোনয়ন পাওয়া বিটিএস সংগীত ইতিহাসের অন্যতম সফল ছেলেদের ব্যান্ড দল। জিমিন ছাড়া এই দলের অন্য সদস্যরা হলো জিন, সুগা, জে-হোপ, আরএম, ভি ও জংকুক।
নতুন এই গানের প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছে জিমিন। এরই অংশ হিসেবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে জনপ্রিয় টক শো ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফেলন’-এও তাকে দেখা গেছে।